বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

আপনার প্রতিবেশী করোনায় আক্রান্ত শুনলে কি করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা: রিফাত আল মাজিদ।।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৯ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৯ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৬০২ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন।

এর মধ্যে আপনাদের স্বাস্থ সচেতনতায় জরুরি একটি বিষয় আলোচনা করবো। আপনার প্রতিবেশী করোনায় আক্রান্ত শুনলে কি করবেন?

১. অস্থির বা উদ্বিগ্ন হবেন না। খেয়াল করবেন, তিনি সচেতন কিনা। অযথা তাকে বিরক্ত করবেন না। ২। যদি অসচেতন হয়, তবে আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করবেন। ৩.। প্রয়োজনে নিকটবর্তী হাসপাতাল বা স্থানীয় প্রশাসনের সহযোগীতা নেন।
৪। যদি সচেতন নাগরিক হন, তবে নিজে থেকেই আইসোলোশন বা হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

৫। বাড়ীতে আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির খোঁজ খবর রাখুন। ৬। তার খাবার লাগবে কিনা, প্রয়োজনে তাকে এসব সরবরাহ করেন, যেন তার বাইরে যেতে না হয়।

৭। করোনা মানেই মৃত্যু নই,, সুস্থতার হার ৯৮%, সুস্থতার পর তার সাথে আপনার সমাজব্যবস্থা গড়ে উঠবে, তাই দায়ীত্বশীল আচরণ করুন।
৮। করোনা আক্রান্ত রোগী ঘরে আবদ্ধ থাকলে এই রোগ সমাজে বা প্রতিবেশির মাঝে ছড়াবেনা। ৯। রোগীর মৃত দেহ থেকে রোগ ছড়ায়না, কেননা তার দেহ থেকে কোন রস নিঃসরণ হয় না।

তাই আসুন, আতংকিত না হয়ে প্রতিবেশীর পাশে দাড়াই বিপদে তাকে সাহায্য করি সাধ্যমত। নিজেরা সাবধান থাকি অন্যকেও সাবধান ও ঝুঁকি মুক্ত রাখি।চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য বিধি মেনে চলি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ