শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২১ শাওয়াল ১৪৪৬


মোবাইল-স্ক্রিনে প্রাণীর ছবি দৃশ্যমান রেখে নামাজের বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:
ডেস্ক>

প্রশ্ন: মোবাইল-স্ক্রিনে প্রাণীর ছবি দৃশ্যমান রেখে নামাজ পড়ার বিধান কী?

জবাব: মোবাইল-স্ক্রিনে প্রাণীর ছবি দৃশ্যমান থাকা অবস্থায় তার চোখ, মুখ, নাক, কান প্রভৃতি স্পষ্টভাবে বোঝা গেলে তা সামনে রেখে নামাজ মাকরুহে তাহরিমি হবে। তথাপি নামাজ হয়ে যাবে। আর চোখ, মুখ, নাক, কান প্রভৃতি স্পষ্টভাবে বোঝা না গেলে বা স্ক্রিনের আলো না থাকার দরুন ছবিটি দৃশ্যমান না হলে মাকরুহে হবে না বটে, কিন্তু মোবাইল-স্ক্রিনে এমন ছবি রাখা অসমীচীন।

সূত্র: আদ-দুররুল মুখতার: ২/৪১৭, ৯/৫২০; ফাতাওয়া হিন্দিয়া: ১/১০৭; মাজমাউল আনহুর: ১/১৮৯; আল বাহরুর রায়েক: ২/৫; আন-নাহরুল ফায়েক: ১/২৮৫; জাওয়াহিরুল ফিকহ: ৩/২৩৪; কিতাবুন নাওয়াযিল: ১৬/৪৯১।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

(মোবাইল ও অনলাইনের শরয়ি বিধান থেকে নেয়া)

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ