রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

করোনাকালে ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল গাজীপুরের ৩ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিশু-কিশোরদের জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে গাজীপুর, কালিয়াকৈরস্থ একটি সংস্থা। যারা টানা ৪০ দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়েছে, উদ্যোগ ও প্রতিশ্রুতি অনুযায়ী তাদের প্রত্যেককে একটি করে নতুন সাইকেল উপহার দেওয়া হয়েছে।

করোনাকালে যখন নির্দিষ্ট পরিমাণ সংখ্যক মুসল্লি ব্যাতিত মসজিদে জামাতে নামায পড়ার সুযোগ ছিলো না। তখন কালিয়াকৈরস্থ রতনপুরে স্থানীয় তরুণদের উদ্যোগে নির্মিত হয় অস্থায়ী একটি নামাজের স্থান। আর সেখানে শিশু-কিশোরদের জামাতে নামাজ আদায়ের প্রতি উৎসাহিত করতে নেয়া হয় অভিনব এ উদ্যোগ।

প্রায় দুইমাস আগে কালিয়াকৈর ইসলামী সমাজ কল্যান সংস্থা এ সিদ্ধান্ত নেয়। তাদের এই উদ্যোগ স্থানীয় শিশু-কিশোরদের মাঝে দারুণ সাড়া ফেলে।

তারা জামাতের সাথে নিয়মিত নামাজ পড়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। ফলে নির্ধারিত দিন শেষে ৩ জন কিশোরকে গত শুক্রবার (২৯ আগস্ট) এক অনুষ্ঠানে নতুন সাইকেল উপহার দেওয়া হয়। স্থানীয় আলেম মাওলানা জাকির হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যন শফিউদ্দিন সরকার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সমাজকর্মী বেলাল হোসাইন প্রমূখ।

সীমিত পরিসরে আয়োজিত প্রথম পর্বে ২০ জন শিশু-কিশোর নিবন্ধিত হয়েছিল। তাদের মধ্যে ৩ জন টানা ৪০ দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায়ে সক্ষম হয়। ফলে তারা সাইকেল উপহার লাভ করে। আর নিবন্ধিতদের মধ্যে যারা নিয়মিত ৪০ দিন জামাতে নামাজ আদায় করতে পারেনি, তাদের তাদের বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ