শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব

দেবরকে খুন করে নিজ ঘরে লাশ পুঁতে রাখল ভাবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেবরকে খুন করে নিজ ঘরে লাশ পুঁতে রাখল ভাবি। কুমিল্লার দেবিদ্বারে ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা।

জানা গেছে, দেবরকে খুনের পর স্বামীর সহযোগিতায় দেবরের লাশ বস্তাবন্দি করে ঘরের ভেতরেই পুঁতে রাখে ভাবি। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খুন হওয়া এ দেবরের নাম সোহেল মিয়া।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের বাসিন্ধা। তার পিতার নাম মৃত আবুল কাশেম। ঘটনার পর থেকেই নিহত দেবরের আপন ভাই ইব্রাহিম পলাতক রয়েছে। পুলিশ তার স্ত্রী রোজিনা বেগমকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট পারিবারিক বিরোধের জের ধরে মৃত আবুল কাশেমের ছেলে ইব্রাহিম ও সোহেল মিয়ার মারামারি হয়। ভাবি রোজিনা বেগম তার স্বামী ইব্রাহিমকে নিয়ে সোহেলকে পিটিয়ে মারাত্মক আহত করে। কিছুক্ষণ পর সোহেল মারা যান।

ঘটনা ধামাচাপা দিতে দেবরের লাশ বস্তাবন্দি করে তার নিজ ঘরেই পুঁতে রাখেন। বেশ কয়েক দিন ধরে তাকে খুঁজে না পেয়ে নিহতের ভাগ্নে মাইনুদ্দিন তার খবর জানতে চান। এ সময় ভাবি রোজিনা বেগম জানান, সোহেলকে মাদক নিরাময় কেন্দ্রে দেয়া হয়েছে।

স্বজনরা কোন নিরাময় কেন্দ্রে তাকে দেয়া হয়েছে, জানতে চাইলে রোজিনা বেগম তাদের প্রশ্নের উত্তর না দিয়ে আত্মগোপন করেন। পরে প্রতিবেশীরা ইব্রাহিমের স্ত্রী রোজিনা বেগমকে চাপ দিলে সোহেলের লাশ পুঁতে রাখার কথা জানান তিনি।

খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে দেবিদ্বার থানার পরিদর্শক মেজবাহ উদ্দিন জানান, নিজ ঘরে এক যুবকের লাশ পুঁতে রাখা হয়েছে স্থানীয়দের দেয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে আমরা অভিযান চালাই। ইব্রাহিমের স্ত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে সোহেল মিয়ার লাশ উদ্ধার করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ