শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি

আল্লামা আহমদ শফী রহ. এর মৃত্যুতে ভারতের আহনাফ মিডিয়ার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের প্রসিদ্ধ আলেম দ্বিন, আহনাফ মিডিয়া সার্ভিসের পরিচালক মুফতি শিব্বির আহমদ হানাফী, বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা আহমদ শফী রহ. এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

গতকাল এক ভিডিও বার্তায় তিনি এ শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহ এর বিশিষ্ট খলিফা আল্লামা আহমদ শফী ছিলেন যুগের একজন শেষ্ঠ আলেম ও বুযুর্গ। বাংলাদেশে তার ছাত্র-মুরিদানের সংখ্যা অগণিত অসংখ্য। আল্লাহ তার মর্যাদাকে উঁচু করুন। তার পদাঙ্ক অনুসরণ করে চলার তাওফিক দান করুন।

এদিকে বাংলাদেশের বরেণ্য আলেম আল্লামা আহমদ শফীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববরেণ্য বহু আলেম, ইসলামী চিন্তাবিদ ও মুসলিম স্কলারগণ।

তাঁদের মধ্যে আছেন পাকিস্তানের শরিয়াহ আদালতের সাবেক প্রধান বিচারপতি আল্লামা তাকি উসমানি, মিসরের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক আল্লামা ইউসুফ আল কারজাভি, ভারতের দারুল উলুম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস সাইয়েদ আরশাদ মাদানি, খ্যাতিমান আরব লেখক ও গবেষক ড. আলী সাল্লাবি, জমিয়তে উলামায়ে হিন্দের শীর্ষ নেতা সাইয়েদ মাহমুদ মাদানি প্রমুখ।

তাঁরা ব্যক্তিগত ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে শোক ও সমবেদনা জানান। আল্লামা তাকি উসমানি বলেছেন, ‘মাওলানা আহমদ শফী, আল্লাহ তাঁর মর্যাদা বৃদ্ধি করুন। তাঁর খেদমত ও অবদানগুলো শুধু বাংলাদেশেই নয়, বরং পুরো উপমহাদেশে বিস্তৃত। তাঁর স্তরের আলেম, এমন আল্লাহওয়ালা খুবই কম জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম জাতির জন্য অনেক বড় সম্পদ ছিলেন। আল্লাহ নিজ অনুগ্রহে তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।’

দারুল উলুম দেওবন্দের সাইয়েদ আরশাদ মাদানি বলেন, ‘দীর্ঘ অর্ধশতাব্দীব্যাপী তাঁর সঙ্গে আমার সম্পর্ক। মরহুমের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। তাঁর খেদমতের ময়দান ছিল অনেক বড়। দেশ ও জাতির জন্য তিনি নানামুখী খেদমত করেছেন। তিনি ছিলেন মুসলিম উম্মাহর ব্যথায় ব্যথিত একজন আলেম।’

মিসরের মুহাজির আলিম আল্লামা ইউসুফ আল-কারজাভি বলেন, ‘হে আল্লাহ! আপনি তাঁকে ক্ষমা করুন, তাঁর প্রতি অনুগ্রহ করুন। এ মহান ব্যক্তিত্বকে সিদ্দিকের মর্যাদা দান করুন। ইল্লিইনে তাঁকে উচ্চ মর্যাদা দান করুন। ইসলাম ও মুসলমানের প্রতি তাঁর অবদানের সর্বোচ্চ প্রতিদান দিন।’

কাতার বিশ্ববিদল্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধিভুক্ত ইবনে খালদুন গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নায়েফ বিন নাহার বলেছেন, ‘আল্লাহ শায়খ আহমদ শফীর মৃত্যুতে মুসলিম উম্মাহকে সমবেদনা জ্ঞাপনের তাওফিক দিন। তিনি বাংলাদেশের অন্যতম প্রবীণ আলেম। দীর্ঘ জীবন কোরআনের সেবায় কাটিয়েছেন। বাংলাদেশের মানুষ জানে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি সামাজিক ইস্যুতে সরব ছিলেন। ফলে তাঁর একটি সম্মানজনক অবস্থান ছিল।’

এছাড়া, দেশ-বিদেশের অসংখ্য ইসলামি সংগঠনও আল্লামা আহমাদ শফির প্রয়াণে শোক জানিয়েছেন- এগুলোর অন্যতম ইন্টারন্যাশনাল ওলামা কাউন্সিল- মক্কা মুকাররমা। সংগঠনের সভাপতি মাওলানা নুরুল ইসলাম সাঈদি শোক জানিয়ে বলেন, আল্লামা আহমাদ শফির ইন্তেকালে মুসলিমবিশ্বের অপুরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা তার মাগফিরাত কামনা করি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ