শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

কাদিয়ানী তৎপরতা রোধে মুফতি হাফিজুদ্দিনের কিছু প্রস্তাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর রামপুরায় বায়তুল হুদা জামে মসজিদ, ওয়াপদা রোডে ‘কাদিয়ানী অপতৎপরতা ও ওলামায়ে কেরামের জিম্মাদারী শীর্ষক’ এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ (০১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ৯ টায় ‘রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব পরিষদ’ এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম ও উলামা পরিষদ সভাপতি ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের সিনিয়র মুহাদ্দিস মুফতি হাফিজুদ্দীন সভাপতিত্ব করেন।

কাদিয়ানী অপতৎপরতা ও ওলামায়ে কেরামের জিম্মাদারী শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন, মিফতাহুল উলুম বাড্ডা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল মজিদ, মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়ার দাওয়া বিভাগের মুশরিফ মাওলানা হুসাইন আহমদ।

এতে উপস্থিত ছিলেন, জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম ঢাকা মহানগর মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান, দারুল উলুম বনশ্রী মাদরাসার মাওলানা মাহফুজুর রহমান, দারুল উলুম বনশ্রী মাদরাসার নাজিমে তালীমাত মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার সহকারী নাজিমে তালীমাত মাওলানা জামিল আহমদ, জাতীয় মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা হুসাইন আহমদ।

সভাপতির বক্তব্যে মুফতি হাফিজুদ্দীন বলেন, বাংলাদেশে কাদিয়ানীদের কাফের ঘোষণা না হওয়া অবদি সারাদেশে তাদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এ সময় তিনি প্রশিক্ষণের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আইয়াম্মায়ে মাসাজিদ ও খতিবদের কাছে আবেদন থাকবে, আপনাদের আমি দায়িত্ব দিবো, আপনারা এই শপথ নেন যে, আমি প্রতি সপ্তাহে কমপক্ষে পাঁচজন মানুষকে খতমে নবুওয়াত সম্পর্কে বুঝাবো। বছরে কমপক্ষে একবার কাদিয়ানীদের দ্বারা আক্রান্ত এলাকায় সফর করবো। আর মাসে কমপক্ষে একবার জুমার মসজিদে কাদিয়ানীদের সম্পর্কে বয়ান করবো।’

মাদরাসার আসাতিযায়ে কেরামের প্রতি অনুরোধ থাকবে, ‘কমপক্ষে সপ্তাহে একদিন পরস্পর বসে খতমে নবুওয়াতের উপর মুজাকারা করা। কাদিয়ানীদের অপতৎপরতা রোধে ইখলাস ও লিল্লাহিয়াতের সাথে গঠনমূলক সব কাজ করার চেষ্টা করা।’

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাপরিচালক অধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধূরী উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তায় তিনি বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ