মঙ্গলবার, ২০ মে ২০২৫ ।। ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২২ জিলকদ ১৪৪৬


ফ্রান্সের পণ্য বর্জনে বিশ্বখ্যাত চার আলেমের আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ফ্রান্সের ম্যাগাজিন শার্লি হেবদোয় বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র ছাপানো ও দেশটির প্রেসিডেন্ট কর্তৃক বাক-স্বাধীনতার নামে তা সমর্থন এবং প্রটোকল দেয়ায় জ্বলছে পুরো বিশ্ব। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রচারের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা না করে বরং তা সমর্থন করায় বিশ্বব্যাপী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠী শ্রেণী-পেশার মানুষের মাঝে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। এ প্রেক্ষিতে ফ্রান্সের পন্য বর্জনের ডাক দিয়েছেন বিশ্বের ইসলামি স্কলারগণ। নিচে কয়েকজনের মতামত তুলে ধরা হলো।

ড. ইউসুফ আল-কারজাভি

আরববিশ্বের প্রখ্যাত আলেম ড. ইউসুফ কারজাভি লিখেছেন, ‘মুসলিম উম্মাহর পক্ষে এটি কখনো সম্ভব নয় তারা তাদের নবিজীর হক আদায়ে গড়িমসি করবে। হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের সবকিছুর চেয়ে প্রিয়। আমি কিভাবে এমন কোনো জাতির পণ্য কিনবো; যারা আমার নবিজীকে অপমান করে? কিভাবে আমরা আমাদের সম্পদ তাদের দেই? কিভাবে আমাদের সম্পদে তাদের লাভবান হতে দেই? ‘না’, তা কখনো হতে পারে না। আমাদের সে সব পণ্যের বিকল্প ব্যবহার করতে হবে। তাদের পণ্য ব্যবহারে মুখাপেক্ষী হওয়া যাবে না।’

সাবেক মুফতি তকি ওসমানি

বিশ্ববিখ্যাত আলেম মুফতি তাকি উসমানি এক টুইট বার্তায় লিখেছেন, ‘দুই জাহানের বাদশাহ হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফ্রান্স এবং ফ্রান্সের প্রেসিডেন্ট যে ধৃষ্টতা দেখিয়েছে তারপরও কি কোনো মুসলমানের পক্ষে এটা সম্ভব যে, দেশটির (ফ্রান্সের) পণ্য কেনাবেচা কিংবা আমদানি রফতানি করবে। এই সম্পদ পূজারিদের তখনই উচিত শিক্ষা হবে যখন ইসলামি বিশ্ব তাদের পণ্য বয়কট করবে। এটা হল সর্বনিম্ম একটি প্রতিক্রিয়া যা আমরা এই মুহূর্তে দেখাতে পারি।’

ড. জাকির নায়েক

বিশ্বব্যাপী জনপ্রিয় ইসলামিক স্কলার ডা. জাকির নায়েক নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে ফ্রান্সের সকল সেবা ও পণ্য বয়কট করতে সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘হজরত মুহাম্মাদু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার কারণে আমাদের সবার উচিৎ ফ্রান্সের পণ্য ও সেবা বর্জন করা।’

মাওলানা তারিক জামিল
বিশ্ববিখ্যাত দাঈ ও আলেম মাওলানা তারিক জামিল তার টুইট বার্তায় লিখেছেন, ‘রাসুলে আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে বেয়াদবি করায় সব মুসলিমের হৃদয় ব্যথিত।’ তিনি মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান যে, ‘আমি প্রত্যেক মুসলিম ভাইকেই বলবো, ফ্রান্সের পণ্য বর্জন ও বয়কট আন্দোলনে অংশ নেয়ার মাধ্যমে এই বস্তুপূজারিদের ভোগবিলাসে আপনি একটা আঘাত হলেও করতে পারেন। নিজের সাধ্যের ভিতরে প্রত্যেক মুসলমান ফ্রান্সের পণ্য বয়কটকে নিজের জন্য আবশ্যক করে নিন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ