শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মসজিদে নববীতে এক দিনে বিতরণ ১৮৩ টন জমজমের পানি কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম চড়া, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা মাদরাসাতুল কুরআনে ‍দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত আগামী সরকার জুলাই আত্মত্যাগকে ধারণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা  ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: এ টি এম আজহার ৩৭ বছরের ইমামকে রাজকীয় বিদায় ইমাম-খতিবদের হয়রানি বন্ধে হেফাজতের ‘বিশেষ সেল’ খোলার আহ্বান এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের জামায়াতের আমির হামযার বক্তব্যের কড়া প্রতিবাদ মুহসীন হল শিক্ষার্থীদের

আওয়ার ইসলামের ইংলিশ স্পোকেন কোর্সের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এর আয়োজনে মুক্ত পেশাজীবী, তরুণ আলেম, ইমাম-খতীব ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য আরবির সঙ্গে মিল রেখে ফুল ইংলিশ স্পোকেন কোর্সের দ্বিতীয় ব্যাচ শুরু হতে যাচ্ছে। কোর্সটিতে ক্লাস নেবেন দেশের অন্যতম জনপ্রিয় ইংরেজি প্রশিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও জামিয়া শারইয়্যাহ মালিবাগ এর ফারেগ যুবায়ের আহমাদ।

ক্লাস শুরু: ২৬ নভেম্বর, বৃহস্পতিবার , সন্ধ্যা ৬.০০টায়। কোর্সে মোট ক্লাস সংখ্যা থাকছে ২৫টি। মেয়াদ তিন মাস। ক্লাসের সময়: প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬.০০ টা-রাত ৯.০০ মিনিট পর্যন্ত।

স্থান: মাহবুব প্লাজা-ক্যাফে বাগদাদ ভবন (ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি) ৬ ষ্ট তলা, তোপখানা রোড, ঢাকা। (পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত, ডিজিটাল, ভিআইপি ক্লাসরুম)

কোর্স থেকে যা পাওয়া যাবে?

*কোর্স শেষে ছাত্ররা সবধরনের বাক্য ইংরেজিতে শুদ্ধ উচ্চারণে বলতে, লিখতে ও বুঝতে পারবে ইনশাআলাহ।
*দেশের সবচাইতে সহজ এবং সর্বাধুনিক পদ্ধতিতে ক্লাস নেওয়া হবে।
* কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে।
* প্রতি ক্লাস শেষে অত্যন্ত মানসম্মত শিট দেওয়া হবে।
* ইংরেজিতে ব্যাপক অনুশীলন/তামরিনের ব্যবস্থা থাকবে।

শুধু ইংরেজি বর্ণমালা ABCD দেখে দেখে পড়তে পারলেই এই কোর্সে ভর্তির উপযুক্ত বলে গণ্য করা হয়।

কোর্স ফি: মাত্র ২৫০০ টাকা (দুই হাজার পাঁচশত টাকা)। আসন সংখ্যা সীমিত

একবিংশ শতাব্দীর চ্যলেঞ্জ মোকাবেলায় ইংরেজি ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। নিজেকে প্রস্তুত রাখতে, এগিয়ে রাখতে আজই কোর্সটি ভর্তি হয়ে যান। ‘আমরা একেবারে শূন্য থেকে শুরু করবো, শিখরে গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ।’

প্রথম ব্যচের শিক্ষার্থীদের মতামত দেখতে ক্লিক করুন।

ভর্তির জন্য যোগাযোগ: 01799780959 (বিকাশ), 01931408347 (বিকাশ)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ