বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

আমাদের সত্যিকারের সুপারহিরােদের গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এহসান সিরাজ।।

পশ্চিমা ও হিন্দু সংস্কৃতির প্রভাবে আমাদের মুসলিম সন্তানরা কী শিখছে? টিভি- ইন্টারনেটের বদৌলতে ছােটবেলায় তারা মূলত শিখছে হ্যারি পটার, সুপার হিরাে, ডিসি- মার্ভেল কমিকের সুপারম্যান, আয়রনম্যান, ব্যাটম্যান; হিন্দুদেবতা রাম, ভীম, শিব, দূর্গা আর ঠাকুরমার ঝুলির। অজস্র মনােহরী গল্প। শুধু কি তাই, আমাদের সাহিত্যেও ছড়িয়ে আছে ভূত-প্রেত, রাক্ষস- দানব, ড্রাকুলা, ভ্যাম্পায়ারসহ অতিলৌকিক হাজারও চরিত্র ও রূপকথা।

এগুলােই আমরা আমাদের সন্তানদের শােনাই, এগুলাে দিয়ে তাদের পড়তে শেখাই, তাদের বিশ্বাস করতে বাধ্য করি। একটা সময় গিয়ে দেখা যায়, এই মিথ্যা ও কাল্পনিক গল্পগুলাে শিশুদের মনে এমনই প্রভাব ফেলে, তারা বিশ্বাস করতে শুরু করে পৃথিবীর সকল ধ্বংস ও অন্যায়কে রুখতে পারে কেবলই সুপারহিরাে, রূপকথার নায়ক আর হিন্দুদের দেব-দেবীরা।

এসব চরিত্র ও গল্প আমাদের সন্তানদের মনে অবচেতনভাবে তৈরি করে বিশ্বাসের সংকট। ফলে, একটু বড় হলে যখন আমরা আমাদের সন্তানদের ইসলাম ও ইবাদত পালনের কথা বলি, সেগুলাে তাদের মনে কোনাে রেখাপাত করে না। নবী, সাহাবি, আউলিয়া, আলেম আর পীর-মাশায়েখের জীবন ও জীবনের গল্প যখন তাদের শােনাই, সেগুলাে তাদের কাছে পানসে লাগে। একদমই মনে দাগ কাটতে চায় না। বিশ্বাসের সংকট তাদের মনের মধ্যে ধর্মপালনে অনীহা সৃষ্টি করে। ইসলামি অনুশাসনের পবিত্র পিঞ্জরে আগলে রাখা সম্ভব হয় না তাদের মন ও মনন।

এজন্য শিশু বয়সেই সন্তানদের মন-মস্তিষ্কে স্থান দিতে হয় নবী-রাসুল, সাহাবি-তাবেয়ি আর ইসলামি আদর্শের চেতনা জাগানিয়া গল্প। কেননা, শিশু-কিশােরদের মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে নানা স্বাদের গল্প। হরেক রকম গল্প। গল্পের বুনন তাদের মনের মধ্যে বুনে দেয়। বিশ্বাসের চারাগাছ। তাই তাদের শােনাতে হয়, দেখাতে হয়, পড়াতে হয় সত্য গল্প। যে গল্প তাদের জীবনকে উজ্জীবিত করবে ইসলামের পথে, যে গল্প আলােকিত করবে ইহকাল এবং পারলৌকিক জীবন। আমাদের সত্যিকারের সুপারহিরাে তাে এইসব মানুষরাই। নবীগণ, সাহাবিগণ, অলিআউলিয়া, পীর- আলেম—এরাই তাে আমাদের সবচে’ শক্তিশালী সুপারহিরাে। তাদের জীবনের অসংখ্য ঘটনা, গল্প, উপদেশ বদলে দিতে পারে আমাদের জীবনের মােড়।

তাদের ত্যাগ আর চমকে দেয়ার মতাে জীবন আমাদের সন্তানদের সামনে খুলে দিতে পারে শিক্ষাগ্রহণের নতুন এক দুয়ার। যে অনন্ত দুয়ারকে আমরা অবহেলাভরে দূরে সরিয়ে রেখেছি। সাহাবিদের জীবনের এমন গল্প নিয়েই সাজানাে হয়েছে ‘ছােটদের সাহাবি সিরিজ’টি। নন্দিত লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর মুসলিম শিশুদের জন্য রচনা করেছেন পাঁচ খণ্ডের এ সাহাবি সিরিজ। এর আগে উম্মুল মুমিনিনদের জীবন নিয়ে রচিত তার প্রিয়তমা’ বইটি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নতুন বইগুলাে শিশুতােষ ঢংয়ে লেখা, চাররঙা মনকাড়া চিত্রাঙ্কন এবং ঝকঝকে কাগজে ছাপা। এ বইগুলাে শিশু- কিশােরদের। পরিচয় করিয়ে দেবে আমাদের শিকড়ের সঙ্গে। আধুনিকতা আর পাশ্চাত্যের মােহে যে শিকড়ের কথা আমরা ভুলতে বসেছি প্রায়।

ছােটদের সাহাবি সিরিজ: ১. উম্মে আয়মান (রা.)
২. সাইয়িদা জয়নব (রা.)
৩. ইকরিমা ইবনে আবু জাহাল (রা.)
৪. জায়িদ ইবনে সাবিত (রা.)
৫. সুহাইব ইবনে সিনান (রা.)

লেখক: সালাহউদ্দীন জাহাঙ্গীর
প্রকাশক: নবপ্রকাশ
বই সংখ্যা: ৫টি
পৃষ্ঠা: প্রতিটি ৪০ পৃষ্ঠা
ছাপা: চাররঙা
কাগজ: আর্ট পেপার
মুদ্রিত মূল্য প্রতিটি: ১৬০ টাকা
রকমারি মূল: ৬৪০ https://www.rokomari.com/book/205662/chotoder-sahabi-series
প্রকাশনীর ফোন নম্বর: ০১৯১৩৫০৮৭৪৩

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ