শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায়

শীতকালে যে খাবার ভাল রাখবে আপনার চোখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়াফা আদ্রিতা।।

আজকাল অতিরিক্ত প্রযুক্তি আসক্তির কারণে অনেকেই চোখের নানা সমস্যায় ভূগছেন। এর মধ্যে চোখ শুষ্ক হয়ে যাওয়া, ছানি পড়া, ম্যাকুলার অবক্ষয় অন্যতম। আবার মানসিক চাপ ও পরিবেশের প্রভাবেও অনেকের চোখে সমস্যা দিচ্ছে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে পুষ্টিকর খাবার গ্রহণের ফলে শরীর-মনের পাশাপাশি চোখের স্বাস্থ্যও সুরক্ষিত থাকে।

তারা বলছেন, অন্যান্য সময়ের তুলনায় শীতে চোখের শুষ্কতার পরিমাণ বেশি দেখা দেয়। বাতাসে আর্দ্রতা ও তাপমাত্রা কমে যাওয়ায় এ সমস্যা হয়। চোখ পর্যাপ্ত পানি উৎপাদন করতে না পারলে চোখে শুষ্কতা সমস্যা দেখা দেয়। ফলে চোখে নানা অস্বস্তি, জালাপোড়া দেখা দিতে পারে। এ কারণে শীতের সময় চোখের যত্ন নেওয়া বিশেষ জরুরি। শীতের এ সময় কিছু কিছু খাবার চোখের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে। যেমন-

কমলা : কমলা ভিটামিন সিয়ের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস যা চোখের চাপ কমায়। এটি চোখের আর্দ্রতা বজায় রাখতেও ভূমিকা রাখে। নিয়মিত এই ফল খেলে চোখের শুষ্কতা কমে।

আমলকী : ভিটামিন সি'য়ে পরিপূর্ণ আমলকী শরীরের জন্য দারুণ উপকারী। এটি শরীরের সংযোগকারী টিস্যুগুলির অখণ্ডতা বজায় রাখে। সেই সঙ্গে রক্তনালী সুরক্ষিত করে। ফলে রেটিনা সম্পর্কিত সমস্যাও কমে।

পেয়ারা : উচ্চ পুষ্টি সমৃদ্ধ পেয়ারা দৃষ্টিশক্তি উন্নত করে। এই ফল বয়সজনিত চোখের নানা জটিলতাও কমায়।

পালং শাক : পালং শাকে থাকা ফলিক অ্যাসিড অপটিক নার্ভের সমস্যা রোধ করে। এ কারণে চিকিৎসকরা চোখের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত পালং শাক খাওয়ার পরামর্শ দেন।

মিষ্টি আলু : মিষ্টি আলুতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন পাওয়া যায় যা চোখের জন্য খুবই উপকারী। বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি উন্নত করে। অন্যদিকে ভিটামিন এ চোখের শুষ্কতা কমায়।

-কেএল/কাউসার লাবীব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ