শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

আল্লামা কাসেমী রহ. এর জীবন ও কর্ম স্মারকে লেখা আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। ১৯৪৫ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেছেন। গত ১৩ ডিসেম্বর ২০২০ সালে ইন্তেকাল করেছেন। বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে ছিলেন। সম্প্রতি তার বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে করা হচ্ছে একটি স্মারক। তার প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার উদ্যোগে এ স্মারক প্রকাশ করা হবে।

রাহবারে মিল্লাত আল্লামা নূর হোছাইন কাসেমী রহ. এর ছাত্র, ভক্ত, ঘনিষ্ঠজনদের থেকে লেখা আহবান করা হয়েছে প্রকাশিতব্য স্মারকে।

জানা গেছে, স্মারকটি বারিধারা জামিয়ার খতমে বোখারী মাহফিলের আগেই প্রকাশিত হবে। সুতরাং এতে আগ্রহী লেখকদের আগামী ৩১ জানুয়ারী, ২০২১ এর মধ্যে নিম্নের ই-মেইল ঠিকানায় লেখা পাঠানোর আহ্বান জানানো যাচ্ছে।
ই-মেইল ঠিকানাটি jmbaridhara@gmail.com

লেখার মৌলিক বিষয়/ক্যাটাগরি:
১. জীবনীমূলক ২. তাঁর ব্যক্তিত্ব, চরিত্র, ইলমিয়্যাত, উন্নত গুনাবলী, অবদান ইত্যাদি দিক নিয়ে ‘আলোকপাত’। ৩. “জীবন ও কর্ম” বিষয়ে বিবরণ। ৪. বৈশিষ্ট্য, চিন্তাধারা, আদর্শ ইত্যাদি বিষয়ক। ৫. তাদরীসের বৈশিষ্ট্য/ইলমে হাদীসে দক্ষতা। ৬. ফিকরে দারুল উলূম (আহলুস সুন্নাত ওয়াল জামায়াত) প্রতিষ্ঠা। ৭. ইসলামী সিয়াসাতে তাঁর অগ্রনী ভূমিকা।

৮. হক প্রতিষ্ঠা ও বাতিলের নিরশনে আপোসহীনতা। ৯. তাসাউফ ও সুলূকের জগতে পদচারণা। ১০. স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে তৎপরতা। ১১. স্মৃতিচারণ। ১২. আদর্শ ছাত্র ও মানুষ গড়ার কারিগর। ১৩. দীনী শিক্ষা প্রতিষ্ঠান গড়া ও পরিচালনা করা।
১৪. বিশ্বাসে এবং আমলে আকাবিরে দারূল উলূম দেওবন্দের পদাঙ্ক অনুসরণ। ১৫. ওয়াজ-নসীহতে তাঁর চিত্তাকর্ষক বক্তব্য।

নিবেদনে: সম্পাদনা পরিষদের পক্ষে, হাফেজ মাও. আবু সালেহ, শিক্ষক, জামিয়া মাদানিয়া বারিধারা। মোবাইল: ০১৭১৫১৩৫৯৪৭

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ