শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

বারিধারার খতমে বুখারিতে আসছেন আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার খতমে বুখারীতে আসছেন দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য ও সিনিয়র মুহাদ্দিস মুফতি মুনীর হোসাইন কাসেমী।

এর আগে আল্লামা আরশাদ মাদানী বারিধারা মাদরাসার খতমে বুখারীতে আসবেন এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। সে গুঞ্জনের সূত্র ধরে মুফতি মুনীর হোসাইন কাসেমীর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠিত হবে আগামীকাল ১১ মার্চ বৃহস্পতিবার। বাদ মাগরিব শুরু হবে বুখারী শরীফের শেষ সবকের মূল আনুষ্ঠানিকতা। এবছর ২১৩ জন ছাত্র বারিধারা মাদরাসা থেকে দাওরা হাদিস সমাপণ করে পাগড়ী নিবেন। এছাড়া মাদরাসার ইফতা বিভাগ থেকে ৪৮ জন ও হেফজ বিভাগ থেকে ২৩ জন হাফেজে কুরআন ছাত্রকে দেয়া হবে সম্মাননা পাগড়ী।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন হেফাজতের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। গত বছরের ১৩ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও বারিধারার খতমে বুখারীতে প্রকাশিত হবে মাদরাসার স্মারক ‘কাফেলা’। কাফেলার সম্পাদক মাদরাসার সিনিয়র উস্তাদ এইচ এম আবু সালেহ। এবারের কাফেলায় আল্লামা নূর হোসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহির স্মৃতিচারণ মূলক লেখাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ