বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার সুদানে জানাজায় হামলা, নিহত ৪০

মুসাদ্দিক আহমদ মুসা'র ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিশ্রুতিশীল তরুণ ছড়াকার মুসাদ্দিক আহমদ মুসার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

গতকাল শুক্রবার (২ এপ্রিল) হবিগঞ্জের দারুল ইরশাদ মাদরাসায় 'সাততারা' কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বরেণ্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার স্বনামধন্য প্রিন্সিপাল জনাব আবদাল হোসেন খান বলেন- "মাদরাসা পড়ুয়াদের মাঝে সাহিত্যচর্চার যে জোয়ার সৃষ্টি হয়েছে তা সত্যিই আশা জাগানিয়া। মুসাদ্দিক আহমদ মুসা সেই ধারাবাহিতারই উজ্জ্বল নমুনা। ইসলাম, দেশ ও দশের প্রতি দায়িত্ববোধ ও সমাজ বিপ্লবের চেতনায় লেখালেখির এ বৈপ্লবিক ধারাকে অক্ষুণ্ণ রাখতে হবে।"

অনুষ্ঠানে আহূত অতিথিবৃন্দ ও সুশীল ব্যক্তিবর্গ লেখকের এ সৃষ্টিকর্মকে ঘিরে তাদের উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করেন এবং লেখকের লেখালেখির হাত আরও শাণিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মহিবউদ্দীন আহমদ সোহেল, মুফতি হাফেজ বশির আহমদ- প্রিন্সিপাল হলি জান্নাত আল ফিরদাউস মহিলা মাদরাসা, আলহাজ্ব শামসুল হুদা- সভাপতি হবিগঞ্জ ব্যবসায়ী কল্যান সমিতি (ব্যকস), মাওলানা নাজমুল হুদা চৌধুরি- ভাইস প্রিন্সিপাল মাদরাসা দারুল ইরশাদ, জনাব নিয়াজুর রহমান নিয়াজ- সভাপতি নকীব ইসলামি শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন, মাওলানা জাবের আল হুদা চৌধুরি- সভাপতি যুব উলামা ঐক্য পরিষদ হবিগঞ্জ, জনাব আবিদ রহমান- সভাপতি চুনারুঘাট লেখক ফোরাম, মাওলানা মুজাহিদ আহমদ- সভাপতি হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, জনাব সাঈদ আহমদ খান, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মাওলানা শিব্বির আহমদ আবির,হাফেজ মাওলানা মুশতাক আহমদ প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ