রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

পীরজঙ্গী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন মাওলানা আব্দুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মতিঝিল (পীরজঙ্গী মাজার) মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব দেওয়া হয়েছে মাদরাসার সাবেক নায়েবে মুহতামিম ও মুগদা মদিনাবাগ মসজিদের খতীব মাওলানা আব্দুর রহমানকে।

গতকাল রোববার (১৬ মে) মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা ছফিউল্লাহ রহ. এর ইন্তেকালে মাদরাসা পরিচালনা কমিটির বৈঠক শেষে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। গতকাল রাত ৯ টা ৩০ মিনিটে মাদরাসার উপদেষ্ঠা জনাব আবু আহমেদ চৌধুরী, সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, সহ-সভাপতি জনাব শরীফুর রহমান ও সেক্রেটারির উপস্থিতিতে এক বৈঠক থেকে এ ঘোষণা করা হয়।

মাওলানা আব্দুর রহমান জামিয়া শারইয়্যাহ মালিবাগের প্রতিষ্ঠাতা আল্লামা কাজী মু’তাসিম বিল্লাহ রহ. এর খাস শাগরেদ। তিনি মাদরাসার নায়েবে মুহতামিম থাকাকালীন অত্যান্ত সুনামের সাথে মাদরাসার অর্পিত দায়িত্ব পালন করেছেন।

এর আগে গতকাল রোববার (১৬ মে) বিকাল ৩ টায় রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, বেফাকুল মাদারিসলি আরাবিয়ার বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা ছফিউল্লাহ রহ.।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে যান। কর্মজীবনে তিনি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ছিলেন। এছাড়া রাজধানীর বড় কাটারা মাদরাসা, জামিয়া ইসলামিয়া তাতিবাজার মাদরাসারও মুহাদ্দিস ছিলেন তিনি।

তার জানাযার নামাজ আজ সকাল ১০ টায় নিজ বাড়ী চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার সুজাতপুর অনুষ্ঠিত হয়েছে। এরপর পারিবারিক গোরস্তানে দাফন করা হয তাকে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ