রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মাদরাসা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। মুফতি মোহাম্মদ আলীর পরিচালিত আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মাদরাসা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের ৫ম কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বরাবরই এ মাদরাসাটি বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করে আসছে।

হাইআতুল উলয়ার পরীক্ষায়ও এ মাদরাসা মেধা তালিকায় স্থান লাভ করে আসছে। এবছরও ফযীলত জামাতে ১ম, ২য় ও ৩য় স্থান এবং মুতাওয়াসসিতাহ জামাতে ১ম স্থানসহ মোট ১৭ টি সিরিয়াল লাভ করেছে। মোট মুমতায (স্টার মার্ক) পেয়েছে ২৬ জন। পাশের হার ১০০%। মাদরাসার পরিবেশ অত্যন্ত মনোরম ও নিরিবিলি এবং পড়াশোনার একটি উপযুক্ত স্থান।

চলতি শিক্ষাবর্ষে আফতাবনগর মাদরাসায় অফলাইন ও অনলাইনে গত বৃহস্পতিবার ৭ শাওয়াল থেকে ভর্তি শুরু হয়েছে। কোটা পূরণ হওয়া পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলবে। তাকমীল ও ফযীলত জামাতে ভর্তি পরীক্ষায় ৫০ নম্বর পেলে এমদাদী (ফ্রি) খানা দেয়া হবে। অন্য জামাতেও এমদাদী খানার নম্বর পাওয়ার ভিত্তিতে এমদাদী (ফ্রি) খানা দেয়া হবে। তবে কোটা পূরণ হওয়া পর্যন্ত।

আগ্রহী ছাত্রদেরকে নির্দিষ্ট তারিখে মাদ্রাসায় উপস্থিত হয়ে অথবা অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। অনলাইনে ভর্তির জন্য নিচের লিংকে প্রবেশ করে তথ্যের ঘরগুলো পূরণ করে পাঠিয়ে দিন। (আপনার তথ্য বিবেচনা করে মাদরাসা কতৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে)।

অনলাইন ভর্তি লিঙ্ক: https://forms.gle/J8YJBGXxQkcHkzUE8

ভর্তির জন্য যোগাযোগ: মাদরাসা কর্তৃপক্ষ: 01712-22 39 26

অথবা নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন : 01755-14 01 95, 01675-75 78 70, 01682-59 35 36, 01310-58 81 52, 01957-45 94 84, 01928-27 24 58, 01637-18 75 35

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ