সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকাগামী চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন তারেক-ফখরুলের সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্য সাক্ষাৎ একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি এ সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার কাজ শেষ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশজুড়ে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় ১  লাখ জাতীয় নির্বাচনে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, কোন দলে কত জন? ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের  ‘গুণ ও আখলাকে হুজুর সমসাময়িকদের মধ্যে অনন্য’ বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান-মুমতাহিন নিয়োগপত্র বিতরণ শুরু

নৈশ মাদরাসা যাত্রাবাড়ী: কর্মব্যস্ত ও জেনারেল শিক্ষিতদের জন্য ইলমে দীন শেখার সুবর্ণ সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকুরীজীবি, ব্যবসায়ী ও কর্মব্যস্ত ভাইদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করার সুবর্ণ সুযোগ নৈশ মাদরাসা যাত্রাবাড়ী ঢাকায়।

এক কথায় যারা আলেম নন কিন্তু ইলমে দ্বীন শিখতে আগ্রহী তাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে নৈশ মাদরাসা যাত্রাবাড়ী।

অনন্য বৈশিষ্টের এ মাদরাসায় 💠 মাত্র ছয় বছরে দাওরায়ে হাদিসে উত্তীর্ণ। 💠 সপ্তাহে ৪ রাতে ক্লাস (মাগরিবের পর থেকে রাত ১০টা পর্যন্ত)। 💠 কওমী মাদরাসার সিলেবাসের মৌলিক কিতাবগুলো পাঠদান। 💠 কুরআনুল কারীমের তরজমা ও তাফসীর অধ্যায়নের সক্ষমতা তৈরি। 💠 হাদিসের অনুবাদ ও ব্যাখ্যা অধ্যায়নের যোগ্যতা অর্জন। 💠 আরবি ও উর্দু ভাষায় রচিত কিতাব অধ্যায়নের যোগ্য করে গড়ে তোলা।💠 দাওরায়ে হাদিসে হাইয়াতুল উলইয়া এর অধীনে পরীক্ষা দেওয়ার সুযোগ। 💠 প্রতিমাসে আত্মশুদ্ধি মূলক ইসলাহী মজলিসের ব্যবস্থা। 💠 প্রয়োজনে থাকা খাওয়ার সুযোগ।

 

ভর্তি সংক্রান্ত তথ্য

যে কোন পেশার যে কোন ব্যাক্তি ভর্তি হতে পারবে।
ভর্তি ফরমঃ ১০০ টাকা
ভর্তি ফিঃ ২৫০০ টাকা
মাসিক বেতনঃ ১০০০ টাকা

নৈশ মাদরাসাটি পরিচালিত হয় আল্লামা শামসুল হক রহ. মাদরাসা ৩০৯/সি দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকার তত্ত্বাবধানে।

নৈশ বিভাগ ছাড়াও মাদরাসাটি গুরুত্বপূর্ণ আরো কয়েকটি বিভাগ রয়েছে।

No description available.

দেশের খ্যাতিমান আলেম, মুফতী ইয়াহইয়া, মুহতামিম মাসনা মাদরাসা যশোর ও ঢাকার তত্ত্বাধানে পরিচালিত ইফতা বিভাগ (১ বছর মেয়াদি) উসলুল ফিকহের আলোকে পাঠদান। কিতাব বিভাগ (কাফিয়া পর্যন্ত) হিফজ বিভাগ ও নুরানী ও নাযেরা বিভাগ

লোকেশন: কুতুবখালি, ৩০৯/সি দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা। (যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে ২০০ গজ দক্ষিণে)।
যোগাযোগঃ 01919195228, 01715384976, 01746202818

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ