রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

মুগদায় ইফতার জন্য মানসম্মত মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মানিকনগরে অবস্থিত ‘মারকাযুল কোরআন শাইখ যাকারিয়া’ ইফতার জন্য মানসম্মত একটি মাদরাসা। এক বছরেই শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে যোগ্য মুফতি হতে পারবে। বিগত তিন বছর ধরে মাদরাসাটি সুনামের সাথে শিক্ষাদান করে আসছে।

মারকাযুল কোরআন শাইখ যাকারিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও প্রধান মুফতি মাওলানা মাসউদুর রহমান আলীপুরী বলেন, প্রত্যেক মাদরাসার ছাত্রের ইচ্ছা থাকে, যোগ্য হয়ে মানুষের খেদমত করার। সাধারণ মানুষকে দ্বীনের পথে চলতে সহায়তা করবে। আল্লাহ তায়ালার বিধান মানুষের জানাবে। যোগ্যতা অর্জনে নিজের প্রচেষ্টার পাশাপাশি দক্ষ শিক্ষকের নেগরানীর প্রয়োজন।

‘মারকাযুল কোরআন শাইখ যাকারিয়া নির্ভরযোগ্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান। দক্ষ ও যোগ্য উস্তাদের নেগরানীতে শিক্ষার্থীরা যোগ্যতা অর্জনের সুযোগ পাবে। এখান থেকে ফারেগ হয়ে দেশের যেকোন প্রান্তে এরা খেদমতের উপযুক্ত হবে। ইনশা আল্লাহ।’

মাদরাসাটির ইফতা বিভাগে দরস দিবেন- মুফতি মুহাম্মদুল্লাহ সাদেকী, সাবেক মুঈনে মুফতি দারুল উলুম দেওবন্দ, ভারত ও প্রধান মুফতি জামিয়া শাইখ যাকারিয়া উত্তরখান, ঢাকা। মুফতি তাউহিদুল ইসলাম, মুঈনে মুফতি জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর। মুফতি মাওলানা আব্দুল মালেক, উস্তাদুল হাদিস ওয়াল ফিকহি জামিয়া মুহাম্মদিয়া কড়াইল টিএনটি মাদরাসা।

ইফতা বিভাগের বৈশিষ্টগুলো- এক. ১ বছর মেয়াদী মানসম্মত ইফতা বিভাগ।
দুই.দারুল উলূম করাচীর সিলেবাস অবলম্বন।
তিন. তামরীনে ইফতার যুগোপযোগী অনুশীলন।
চার. তাফাক্কুহ অর্জনে উসূলে ইফতা, ইলমুল ফরায়েজ ও তরীকে মুতায়ালা প্রশিক্ষণ।
পাঁচ. আধুনিক মাসায়েল, ইসলামী অর্থনীতি, ব্যাংক, বীমা শেয়ার বাজার ইত্যাদি বিষয়ে শিক্ষাদান।
ছয়. আরবী, ইংরেজীসহ কম্পিউটারের বেসিক ধারণা প্রদান।

ইফতা বিভাগে ভর্তি হওয়ার শর্তাবলী- এক. আবেদনকারী দাওরায়ে হাদীসে ১ম বিভাগে উত্তীর্ণ হতে হবে।
দুই. পরিশ্রমি, মনোযোগী ও সর্বপ্রকার ঝামেলামুক্ত হয়ে অধ্যায়নের ব্যাপারে দৃঢ় ও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
তিন. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
চার. সার্বিক বিবেচনায় যোগ্য হতে হবে।

ভর্তি পরীক্ষা: মৌখিক: হেদায় (৩য় খন্ড), নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)
লিখিত: নির্ধারিত মাকালা

এছাড়াও মারকাযুল কোরআন শাইখ যাকারিয়ায় আদর্শ নূরানী কিন্ডারগার্টেন (বালক/বালিকা শাখা প্লে থেকে ৩য় পর্যন্ত), নাজেরা বিভাগ, হিফজুল কুরআন বিভাগ ও কিতাব বিভাগেও ভর্তি চলছে।

ভর্তির জন্য যোগাযোগ: 01721314197, 01923452866

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ