রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

কুবিতে সশরীরে পরীক্ষা শুরু ১৩ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আটকে থাকা সেমিস্টার পরীক্ষাগুলো আগামী ১৩ জুন থেকে সশরীরে নেওয়া শুরু হবে।

আজ বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, একাডেমিক কাউন্সিলের (শিক্ষা পরিষদ) সিদ্ধান্ত অনুযায়ী ১৩ জুন থেকে ধাপে ধাপে নেওয়া হবে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা। তবে প্রথম ধাপে বিভিন্ন বিভাগের আটকে থাকা পরীক্ষাগুলো নেওয়া হবে।

পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে বিভাগগুলো নিজেদের শিক্ষা পরিষদের সভায় বিভিন্ন বর্ষের পর্যায়ক্রম নির্ধারণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করীম চৌধুরী জানান, আগেরবার যেভাবে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়া হয়েছিল, এবারও সেভাবে পরীক্ষা নিতে রুটিন তৈরির জন্য একাডেমিক ভবন ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পরীক্ষা দপ্তরে রুটিন পাঠালে সে অনুযায়ী পরীক্ষা নেওয়া শুরু হবে।

শিক্ষার্থীদের সময় বাঁচাতে একাডেমিক কাউন্সিলের সভায় ফলাফল প্রকাশিত হওয়ার আগেই পরের সেমিস্টারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

উলেখ্য, করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে ৬ জুলাই থেকে দাপ্তরিক কার্যক্রম ও স্বাস্থ্যবিধি মেনে ২০ ডিসেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তরের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা মন্ত্রণালায়ের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পুনরায় সব ধরনের পরীক্ষা কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ