রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

প্রকাশিত হয়েছে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের ২ গ্রন্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। প্রকাশিত হয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ. এর খলীফা, শাইখুল হাদিস মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের লিখিত প্রবন্ধ সংকলন ১.‘ইকামতে দীন:নেক হও, এক হও’। ২. স্মৃতির মলাটে ফিাদায়ে মিল্লাত হযরত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.।

বই দুটি প্রকাশ করেছে পাথেয় পাবলিকেশন্স, প্রচ্ছদ ও মুদ্রণ সুলতানস, মুদ্রিত মূল্য ৩০০ টাকা।

গ্রন্থটি সম্পর্কে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘আল্লাহর শোকর। আল্লাহ পাক মাওলানা হাফিজ সদরে আলা মুহাম্মাদ সদরুদ্দীন মাকনুনকে উভয় জাহানে নেক বদলা দিন। অতীতের গর্ভে হারিয়ে যাওয়া মাসিক পাথেয় এবং অন্যান্য স্থান থেকে গহীনে ডুব দিয়ে প্রবন্ধগুলো একত্রিত করে প্রকাশের যোগ্য করেছেন।’

তিনি আরও বলেন, ‘বিগত চল্লিশ বছর বিস্তৃত নানা সময়ে লেখাগুলোপাঠকের কাছে এখনও প্রাসঙ্গিক হবে বলেই মনে হয়। কিছু চিন্তা, কিছু ভাবনা, কিছু আক্ষেপ, কিছু প্রশ্ন, কিছু কর্মসূচী, কিছু পরিকল্পনা, কিছু ঐতিহ্য এবং কিছু সংস্কৃতিবোধনের অস্তিত্ব এতে পাঠক পাবেন বলে আশা করি।’

গ্রন্থটির প্রকাশক মাওলানা সদরুদ্দীন মাকনুন আওয়ার ইসলামকে জানান, ‘পাথেয় পাবলিকেশন্স থেকে যুগের কিংবদন্তি আলেম, বাংলা সাহিত্যের কর্ণধার আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের ‘ইকামতে দীন: নেক হও, এক হও’ গ্রন্থটি পাঠকের সামনে হাজির করতে পেরেছি। আশা করি এই বইটি পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। বিশেষ করে কওমি মাদরাসা বিষয়ে বেশ কিছু প্রবন্ধ রয়েছে। তালিমে ইলমের উদ্দেশ্যে রয়েছে বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ। আশা করি গ্রন্থ দুটি সংগ্রেহে রাখার মত পাঠককে চমৎকৃত করবে।

৩০টি প্রবন্ধ সংকলিত এই গ্রন্থটি সংগ্রহ করতে যোগাযোগ করুন- পাথেয় পাবলিকেশন্স, ১২২৭/এ/১ চৌধুরিপাড়া, ঢাকা-১২১৯। মোবাইল: ০১৭৮০০০০৭৭০, ০১৮২৫৪৬১৬৮৩।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ