বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা

শ্রীপুরে গাছে গাছে লেখা আল্লাহর জিকির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন

গাজীপুরের শ্রীপুরের গোসিংগা রোডের দুই পাশে গজারির গাছে গাছে লেখা রয়েছে আল্লাহর নাম। শ্রীপুর থেকে গোসিংগা বাজার ৬ থেকে ৭ কিলোমিটার।

এই রাস্তাটি খুবই ব্যস্ততম। এ রাস্তার দুই পাশেই রয়েছে গজারি বন। সড়কের দুই পাশের গাছে গাছে লেখা রয়েছে আল্লাহতায়ালার নাম। গোসিংগা ইউনিয়নের পটকা এলাকার নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পূর্ব দিকে গেলেই দেখা যায় গাছে গাছে আল্লাহর নাম লেখা।
প্রায় তিন কিলোমিটার পর্যন্ত গাছে গাছে বড় বড় অক্ষরে সুন্দর করে লেখা আল্লাহর জিকির।

আর এরকম বড় ধরনের লেখাগুলো পথচারীদের চোখে পড়বেই। গাছে পেরেক দিয়ে সাঁটানো রয়েছে- বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার,লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন, আলহামদুলিল্লাহ ও ফিআমানিল্লাহসহ আল্লাহতায়ালার কয়েকটি নাম। যা খুব সহজেই পাথচারীর নজরে আসে।

গাছে সাঁটানো এ ধরণের লেখা সাধারণ মানুষের নজর সহজেই আসছে।আকর্ষণ বাড়িয়েছে পথচারীদেরও। আর ধর্মপ্রাণ মানুষজন খুশি এমন মহৎ ও ব্যতিক্রমি উদ্যোগের।

তবে স্থানীয়দের কাছে সবচেয়ে বেশি গুরুত্ববহন করছে আল্লাহর জিকির সম্বলিত এই পোস্টারগুলো। এবিষয়ে কথা হয় কর্ণপুর চৌরাস্তার কেন্দ্রীয় জামেমসজিদ এর ইমাম আবু সাইদ মাশরাফি হুজুরের সাথে।

তিনি বলেন, নিয়মিত এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন। চলার পথে সৃষ্টিকর্তার নামের লেখা পড়লে অবশ্যই ভালো। লেখাগুলো পড়লে এটা সওয়াবের কাজ। তবে কে এই লেখাগুলো পথচারীদের পড়ার সুযোগ করে দিয়েছে তা জানা যায়নি। এটা খুবই ভালো উদ্যোগ বলে মনে করছেন স্থানীয় লোকজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ