বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

মুফতি হেদায়েতুল্লাহ আজাদীকে অভিনন্দন জানালেন শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের সদর উপজেলার জাগুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত চেয়ারম্যান পদে  বিজয়ী হয়েছেন মুফতি হেদায়েতুল্লাহ আজাদী। নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন দলটির আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

অভিনন্দন বার্তায় নবনির্বাচিত চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, মাওলানা আজাদী কোন ব্যক্তির পক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যান নন, তিনি জাগুয়া ইউনিয়নবাসীর প্রতিনিধি। আজাদী সাহেবকে আমি অনুরোধ করবো আপনার চোখ যেন জনগণের দিকে থাকে, কোন অবস্থাতেই দলীয় ও ব্যক্তি করণ করা যাবে না।

তিনি আরো বলেন, মনে রাখতে হবে, যার যা প্রাপ্য তাকে তা দিয়ে দিতে হবে। গরীবের সেবা করতে হবে, অসহায়- মাজলুমেরপাশে দাঁড়াতে হবে। মানুষের সেবা করে সর্বমহলের আস্থা অর্জন করতে পারলেই তবে প্রকৃত নেতা ও ইসলামিক লিডার হতে পারবেন ।

 

প্রকৃত ইসলামিক নেতার কাকে বলে? এমন প্রশ্ন করে প্রশ্ন করে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু তার শাসনামলে বলেছেন, আমার খেলাফত আমলে যদি একটা কুকুর অথবা উট না খেয়ে মারা যায় তাহলে আল্লাহ তায়ালার দরবারে আমাকে এর জন্য জবাবদিহীতা করতে হবে। সুতরাং আজাদী সাহেবের মত ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি হতে চান তাদেরকে বলব খবরদার দলীয়করণ ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে হবে।

তিনি আরো বলেন, মনে রাখবেন মানুষ এই দাড়ি, টুপি ও সুন্নতি লেবাসের প্রতি আস্থা রেখেছেন কোন কাজ কর্মের দ্বারা কোন অবস্থাতেই যেন সেই আস্থা না ভাঙ্গে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ