রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে

লকডাউন অমান্য করায় নারায়ণগঞ্জে ৪ জনের কারাদণ্ড, ৯০ মামলায় লক্ষাধিক টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় চার জনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে লকডাউনের প্রথম দুদিনে ৯০টি মামলায় বিধিনিষেধ অমান্যকারীদের এক লাখ ৩৯ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোসাম্মৎ রহিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘লকডাউন বাস্তবায়নে গত মঙ্গলবার থেকে ২০ জন ম্যাজিস্ট্রেট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা শহর ও বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করছেন। যারা অপ্রয়োজনে গাড়ি নিয়ে বাসা থেকে বের হচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এ ছাড়া, এলাকায় যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে সর্তক করা হচ্ছে।’

রহিমা আক্তার জানান, মঙ্গলবার থেকে আজ সন্ধ্যা পর্যন্ত যানবাহনের বিরুদ্ধে ৯০টি মামলায় এক লাখ ৩৯ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন অমান্য করায় একটি মার্কেট সিলগালা করে দেওয়া হয়েছে।

এ ছাড়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করে প্রাইভেটকারে যাত্রী পরিবহন করার অপরাধে চার গাড়ি চালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

লকডাউনের পুরো সময়জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এডিএম মোসাম্মৎ রহিমা আক্তার আরও বলেন, ‘নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ যাতে বাড়তে না পারে, সেজন্য নারায়ণগঞ্জে প্রবেশ ও বের হওয়ার সবগুলো রাস্তায় চেকপোস্ট বসিয়ে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমণ হার ১০ দশমিক ০৮ শতাংশ।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ