শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায়

সীতাকুণ্ডে ঢাকামুখী ৬০ বাস আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনাভাইরাস থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে ঢাকামুখী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে হাইওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের শুকলালহাটে বার আউলিয়া হাইওয়ে থানা ও কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি যৌথভাবে চেকপোস্ট স্থাপন করে অর্ধশতাধিক বাস আটক করে ফের চট্টগ্রামে পাঠিয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে পুনরায় করোনাভাইরাস আশংকাজনকভাবে ছড়িয়ে পড়ায় রাজধানী ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই লকডাউন চলবে। এদিকে রাজধানী ঢাকাকে করোনা মহামারি থেকে রক্ষা করতে বাইরের জেলা থেকে কোন বাস যাতে যাত্রী নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে সে জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশ পালন করতে মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলালহাটে চেকপোস্ট স্থাপন করে কঠোরভাবে ঢাকামুখী বাসগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। চট্টগ্রাম, কক্সাবাজার, টেকনাফ, রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ বিভিন্ন স্থান থেকে আসা প্রত্যেকটি ঢাকামুখী বাসকে আটকে ফেরত পাঠানো হচ্ছে চট্টগ্রাম অভিমুখে। এভাবে এদিন ভোর থেকে রাত ৯টা পর্যন্ত সময়ে অর্ধশতাধিক ঢাকামুখী বাসকে ফেরত পাঠানো হয়েছে। পুলিশের বাধা পেয়ে গাড়ি চালক-হেল্পার ও যাত্রীরা জরুরি কাজ বা বিভিন্ন অযুহাত দেখিয়ে পার পাওয়ার চেষ্টা করলেও তাতে কোন কাজ হয়নি।

অভিযানে নেতৃত্ব দেন বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম, কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ফারুক হোসেন। এছাড়া সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ