বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

‘ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক অনাকাঙ্খিত অযৌক্তিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সেবার মান উন্নয়ন না করে পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক, অনাকাঙ্খিত, অযৌক্তিক। তিনি বলেন, করোনা মহামারীর কারণে জনজীবন যখন তীব্র আর্থিক সংকটে নিপতিত ও কর্মহীন হয়ে পড়ছেন, আয়-রোজগার সংকুচিত হয়ে যাচ্ছে, নতুন করে বেকার ও দারিদ্রের সংখ্যা বেড়েই চলেছে।

তখন ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক, অনাকাঙ্খিত, অযৌক্তিক, মৌলিক অধিকারের পরিপন্থী ও গণবিরোধী। যা নগরবাসীর জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’। করোনা মহামারীর এই দুঃসময়ে পানির দাম বৃদ্ধি করা হলে জনজীবনে বিরাজমান নাভিশ্বাস আরও বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয়ও বাড়বে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মহাসচিব ইউনুছ আহমাদ পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল এবং ঢাকা ওয়াসার দুর্নীতি, লুটপাট, অনিয়ম, স্বেচ্ছাচারিতা বন্ধ করে সকল নগরবাসীর জন্য নিরবচ্ছিন্নভাবে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের জোর দাবী জানান।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের ১৩ বছরে ১৪ বার পানির দাম প্রায় তিন গুন বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তাতে নগরবাসীর ভোগান্তি কমে নাই, বরঞ্চ নাগরিক জীবনে নাভিশ্বাস উঠেছে।

২০০৯ সালে আবাসিক ও সামাজিক হোল্ডিং খাতে প্রতি হাজার লিটার ৬ দশমিক ০৪ টাকা ও অফিস ভবনসহ শিল্প ও বাণিজ্যিক সংস্থা খাতে ২০ দশমিক ১১ নির্ধারণ করে। ২০২০ সালে যথাক্রমে ১৪ দশমিক ৪৬ টাকা ও ৪০ টাকা এবং সর্বশেষ ২০২১ এর মার্চে তা বৃদ্ধি করে যথাক্রমে ১৫ দশমিক ৮ টাকা ও ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে-যা আগামী ০১ জুলাই থেকে কার্যকর হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ