শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন `মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করুন: বাংলাদেশ খেলাফত মজলিস

পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের মাতম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এর আগে গত দুই দিন তারা নিখোঁজ ছিলেন। দুই সহোদরের লাশ উদ্ধারের পর পরিবারসহ এলাকায় শোকের মাতম দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮ টার দিকে পার্শ্ববর্তী উপজেলার তাহিরপুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী ও পরিবার। দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এরশাদ মিয়া দুই ভাইয়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচড় বাজার সংলগ্ন যাদুকাটা নদীতে ঢলের পানিতে ডুবে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে মেরাজুল ইসলাম (১০) ও তার ছোট ভাই খাইরুল ইসলাম(৭) নিখোঁজ হয়। তারা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচড় গ্রামের মোস্তু মিয়ার ছেলে।

নিহতের চাচাতে ভাই লুৎফুর রহমান নাঈম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের সামনে এক শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে আমাদের ফোনে জানান। পরে পরিবারের লোকজন গিয়ে বড় ছেলের লাশ শনাক্ত করে মিয়ারচড় খেয়াঘাটে নিয়ে আসেন।

কিছুক্ষণ পর আবারও সংবাদ আসে একই স্থানে একই স্থানে আরো একটি শিশুর মরদেহ ভেসে ওঠে পরে পরিবারের লোকজন গিয়ে ছোট ছেলের মরদেহ শনাক্ত করে মিয়ারচড় খেয়াঘাটে নিয়ে আসেন।

এদিকে দুই ছেলের মরদেহ এক সাথে দেখে তাদের মা-বাবা কান্নায় ভেঙে পড়ছে এবং বাবার জ্ঞান হারাচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ