রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক 

কারাগারে পাঠানোর পরের দিনই আসামির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানোর পরের দিনই এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আবু সাঈদ (২৫) নামে ওই হাজতির মৃত্যু হয়।

তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মারুপড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, গত ৩০ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার ভৈরব থানায় দায়ের হওয়া একটি মামলায় আবু সাঈদকে আটক করে র‌্যাব। এ দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (০১ জুলাই) বুকে ব্যথা অনুভব করলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে রাতেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয় হাজতি ঈমামকে। পরে শুক্রবার (০২ জুলাই) ভোরে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

জেল সুপার মো. বজলুর রশিদ জানান, হাজতির মৃত্যুর বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তার পরিবারের লোকজনকেও জানানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ