শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

উইঘুর ইস্যুতে চীনকে বিশ্বাস করেন বলে জানান ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জিনজিয়াং প্রদেশের উইঘুর মসলমানদের বিষয়ে চীন সরকারের নীতির প্রতি নিজের দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাশাপাশি দেশটির নির্বাচনি গণতন্ত্রের তুলনায় একদলীয় ব্যবস্থাকে (ওয়ান-পার্টি সিস্টেম) সমাজের জন্য আরও উন্নত মডেল হিসাবে উল্লেখ করে প্রশংসাও করেছেন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গত বৃহস্পতিবার চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) শততম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ইসলামাবাদ সফরে আসা চীনা সংবাদমাধ্যমের সদস্যদের সঙ্গে এসব কথা বলেন ইমরান খান।

ইমরান খান বলেছেন, পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমা সরকারগুলোর পক্ষ থেকে জিনজিয়াং নিয়ে আমরা যা শুনি চীনা কর্মকর্তাদের সাথে আমাদের আলাপচারিতায় তার সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে এসেছে। চীনের সাথে আমাদের আস্থার সম্পর্ক রয়েছে। তাই চীন জিনজিয়াং নিয়ে যা বলে আমরা তা সমর্থন করি।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো চীনের দক্ষিণ-পশ্চিমের জিনজিয়াং প্রদেশের মুসলিম জনগণের বিরুদ্ধে চীনা কর্মকান্ডকে 'ব্যাপক গণহত্যা এবং নির্যাতন' আখ্যায়িত করে আসছে এবং চীন মানবতাবিরোধী অপরাধ করছে বলেও বারবার অভিযোগ করছে।

তবে ইসলামফোবিয়া নিয়ে বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নিতে বারবার আহ্বান জানানো ইমরান খান যে কোনও অধিকার লঙ্ঘনের বিষয়ে চীন সরকারের অবস্থানের প্রতি নিজের দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ