শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মসজিদে নববীতে এক দিনে বিতরণ ১৮৩ টন জমজমের পানি কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম চড়া, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা মাদরাসাতুল কুরআনে ‍দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত আগামী সরকার জুলাই আত্মত্যাগকে ধারণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা  ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: এ টি এম আজহার ৩৭ বছরের ইমামকে রাজকীয় বিদায় ইমাম-খতিবদের হয়রানি বন্ধে হেফাজতের ‘বিশেষ সেল’ খোলার আহ্বান এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের জামায়াতের আমির হামযার বক্তব্যের কড়া প্রতিবাদ মুহসীন হল শিক্ষার্থীদের

করোনায় হিন্দু বৃদ্ধার মৃত্যু, সৎকারে স্বজন ও এলাকাবাসীর বাধা, এগিয়ে এলেন মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শোভা রানী নাথ (৬০)। করোনায় আক্রান্ত হয়ে রোববার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান। ভয়ে তার দুই ছেলে কিংবা স্বজনের কেউ এগিয়ে আসেননি মরদেহ সৎকারে।

পরে খবর দেওয়া হয় গাউসিয়া কমিটি বাংলাদেশকে। খবর পেয়ে জেনারেল হাসপাতাল থেকে মরদেহ নিয়ে রওনা হন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মরদেহের গোসল দেন এ কমিটির নারী সদস্যরা।

শোভা রানীর বাড়ি জেলার মিরসরাই উপজেলার বড়তাকিয়ার ১১ নম্বর মগাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায়। সকাল ৯টায় চট্টগ্রাম থেকে মরদেহ নিয়ে রওনা হন গাউসিয়া কমিটির সদস্যরা।

বেলা ১১টায় মরদেহ নিয়ে এলাকায় পৌঁছালে তৈরি হয় নতুন বিপত্তি। করোনা ছড়ানোর আতঙ্কে মরদেহ এলাকায় প্রবেশ করতে দিতে রাজি নন প্রতিবেশী ও এলাকাবাসীর কেউ কেউ। তারা অ্যাম্বুলেন্স ঘিরে ধরে মরদেহ নামাতে বাধা দেন।

এ সময় সেখানে উপস্থিত হন মিরসরাই ও সীতাকুণ্ড গাউসিয়া কমিটি ও মিরসরাই উপজেলার শ্মশান সংস্কার ও সৎকার কমিটি। তারপর বাধাদানকারীদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা চলে বাগ্‌বিতণ্ডা।

সীতাকুণ্ড গাউসিয়া কমিটির টিম লিডার মামুনুর রশীদ বলেন, খুব অমানবিক দৃশ্য। মরদেহ নিয়ে দাঁড়িয়ে থাকি দুই ঘণ্টা। যেখানে এমন কাজে সবাই আমাদের সহায়তা করার কথা, সেখানে আমাদের বাধা দেওয়া হচ্ছে। আমরা এটা কল্পনাও করিনি। আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। অথচ সারা বছর যাদের সঙ্গে উনি চলাফেরা করলেন, মৃত্যুর পর তাকেই ফেলে গেলেন তারা। পরে অবশ্য অনেক বুঝিয়ে আমরা তাদের রাজি করাই। পরে মরদেহ সৎকার করি।

গাউসিয়া কমিটি বাংলাদেশের সমন্বয়ক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, আমাদের কাছে ধর্ম বড় কথা নয়, মানুষের পরিচয় বড়। আমরা খবর পেলেই যে কারও মরদেহ যার যার ধর্মমতে দাফন বা সৎকার করছি। আমরা মনে করি, আমাদের দেখে অন্যরাও এগিয়ে আসবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ