শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দু হওয়া জরুরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ প্রতিবেদনে জানানো হয়েছে, হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিকদের দুই-তৃতীয়াংশ ভাগই মনে করেন সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দু ধর্মের অনুসরণ করা জরুরি। গত ২৯ জুন এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে পিউ রিসার্চ।

এতে জানানো হয়, করোনা মহামারীর আগে ২০১৯ সালের শেষ থেকে ২০২০ সালের শুরু পর্যন্ত এই জরিপ চালানো হয়। ‘ভারতে ধর্ম : সহনশীলতা ও বিচ্ছিন্নতা’ (রিলিজিয়ন ইন ইন্ডিয়া : টলারেন্স অ্যান্ড সেগ্রিগেশন) শিরোনামের এই জরিপে মোট ২৯ হাজার নয় শ’ ৯৯ জন অংশগ্রহণকারী এতে অংশ নেন।

জরিপে অংশ নেয়া ৬৪ ভাগ হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক মত দেন, সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দু হওয়া জরুরি। অপরদিকে ৫৯ ভাগ মত প্রকাশ করেন, সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দিতে কথা বলতে পারাটা জরুরি।

সত্যিকার ভারতীয় হতে দুইটি বিষয়ের ওপরই গুরুত্ব দেন জরিপে অংশ নেয়া ৫১ ভাগ হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক।

একইসাথে অন্য ধর্মের নাগরিকের সাথে হিন্দু নারীদের বিয়ে বন্ধ করতে ৬৭ ভাগ ও হিন্দু পুরুষদের বিয়ে বন্ধ করতে ৬৫ ভাগ মতামত দেন।

জরিপে অংশ নেয়া ৮৫ ভাগ হিন্দু অবশ্য মত প্রকাশ করেন, সত্যিকার ভারতীয় পরিচয়ের সাথে সকল ধর্মকে সম্মান করার বিষয় জড়িত। এই প্রশ্নে ৭৮ ভাগ মুসলমান ভারতীয় নাগরিক, ৭৮ ভাগ খ্রিস্টান, ৮১ ভাগ শিখ, ৮৪ ভাগ বৌদ্ধ ও ৮৩ ভাগ জৈন নাগরিক একমত হন।

এদিকে জরিপে অংশ নেয়া ৭২ ভাগ হিন্দু নাগরিক মত দেন, যারা গরুর গোশত খাবে তারা হিন্দু নয়। এর বিপরীতে ৪৯ ভাগ মত দেন, যারা ঈশ্বরে বিশ্বাসী নয়, তারা হিন্দু নয়। অপরদিকে ৪৮ ভাগের মতামত, যারা মন্দিরে যায় না ও পূজা করে না, তারা হিন্দু নয়।

সূত্র: পিউ রিসার্চ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ