বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার শুরা সদস্য হলেন ড. আ ফ ম খালিদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ দীনি মাদরাসা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার মজলিশে শুরার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আল জামিয়া আল আরাবিয়া আল ইসলামিয়ার মুহাদ্দিস ড. আ ফ ম খালিদ হোসেন।

গত ৩১ আগস্ট (মঙ্গলবার) মাদরাসার নিজস্ব প্যাডে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আল্লামা শিব্বির আহমদ রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

এদিকে কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার সদস্য মনোনীত হওয়ায় মাদরাসার মুহতামিম মাওলানা শাব্বির আহমদ রশিদ, শায়খুল হাদীস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী ও শুরা সদস্যদের প্রতি শুকরিয়া ও কৃতজ্ঞতা জানিয়েছেন ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এটা আমার প্রতি তাদের স্নেহ ও মুহাব্বতের বহিঃপ্রকাশ।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘জামিয়া ইমদাদিয়ার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক বহুদিনের। আমার দু’জন মুরব্বি, শায়খ ও উস্তাদ হজরত মাওলানা আশরাফ আলী কুমিল্লায়ী রহ. ও চট্টগ্রামের হজরত মাওলানা সুলতান যওক নদভী হাফি. জামিয়া ইমদাদিয়ায় এককালে শিক্ষকতা করেন। তাদের মুখে জামিয়ার অনেক সুনাম শুনেছি।’

No photo description available.

তিনি আরও বলেন, ‘এই প্রতিষ্ঠানে আমারও যাওয়ার সুযোগ হয়েছে দু’বার। আজ থেকে ২৬/২৭ বছর আগে সাবেক এমপি হযরত মাওলানা আতাউর রহমান খান রহ. এর দাওয়াতে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখি। সবেমাত্র আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে বেরিয়েছি। তখন তিনি সম্ভবত জামিয়ার ভাইস প্রিন্সিপাল ছিলেন। আরেকবার ৪/৫ বছর আগে হযরত মাওলানা আযহার আলী আনোয়ার শাহ রহ. এর দাওয়াতে জামিয়ার বার্ষিক মাহফিলে বক্তব্য রাখি। তখন তিনি ও হজরত শায়খুল হাদীস জালালাবাদী হাফি. আমার প্রতি যে আন্তরিকতা, মুহাব্বত ও আতিথ্য প্রদর্শন করেন এখনো আমি ভুলিনি।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ