বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬


নোয়াখালীর প্রবীন আলেম মাওলানা মুস্তাফিজুর রহমান (হাফেজ সাহেব হুজুর) আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।সারিব সুইজা।।

বৃহত্তর নোয়াখালীর প্রবীন আলেমদ্বীন,সায়্যিদ আহমদ রহ. এর অন্যতম খলীফা ও জামিয়া আরাবিয়া দারুল উলূম মীরওয়ারিশপুর হোসাইনিয়া মাদরাসার সাবেক শায়খুল হাদীস হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান (হাফেজ সাহেব হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

[caption id="" align="aligncenter" width="307"]May be an image of book and text that says 'সদ্যবিদায়ী দেওবন্দের উলুম দেওবন্দ আমাদের চেতনার বাতিঘর। ধুলিকণার অঞ্চলের মুসলমানদের তাঁরাই ঈমানের আকাবির ঐতিহ্যের স্মৃতির স্মৃতির দর্পনে দর্পনে সচ পাচমনমি পাচমনাম হযরত মাওলানা মুফতি সাঈদ আহমাদ পালনপুরি হযরত মুহাম্মদ উসমান হাবিবুর রহমান আজমি আমিনি সাম্ডলি ভলা ይር আবুল কাসিম নোমানি মনীষীর হযরত পাঁচজন আবদুল মনীষী'। মুফতি স্মৃতিচারণ করেছেন হাবিবুর আমিনি আজমি মাওলানা সংক্ষিপ্ত মুহাদ্দিস পরপর যাওয়া বিশিষ্ট মনীষীর রাহবার তাদের মাওলানা মুফতি আবুল কাসিম নোমানি দা.বা. মুহতামিম, দারুল দেওবন্দ, ইউ.পি.ভারত অনুবাদ সংযোজন মুফতি নাজমুল ইসল্াম কাসিমী পারে সম্পদ মনীষীদের অনুবাদ সংযোজন কাসিমী করেছেন বাবর মূল্যবান বইটি পাঠকের দিতে দারুল উলুম লাইব্রেরী সত্যিই গর্বিত -দারুল ชีรட વાણજેબ মબাধ ভনেন্া লাইব্রেরী' বইটি সম্পর্কে বিস্তারিত জানতে ও সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন। অথবা কল করুন 01918-188085 নাম্বারে।[/caption]

আজ রোববার বেলা ১১.৩০টায় ঢাকার পান্তপথস্থ শমরিতা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে তার পরিবারের একটি সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে।

মাওলানা মুস্তাফিজুর রহমান নোয়াখালীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মীরওয়ারিশপুর হোসাইনিয়া মাদরাসায় দীর্ঘ ৩৪ বছর শিক্ষাসচিব ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন। এরপর গত একবছর ধরে তিনি নোয়াখালীর অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নাজিরপুর মাদরাসার সদরুল মুদাররিসিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

১৯৫১ সালে জন্ম নেয়া এ গুণী আলেম বৃহত্তর নোয়াখালীতে ওয়াজ, নসিহত, তাফসির ও ইসলাহি বয়ানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে দ্বীনের ছড়িয়ে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে ও লাখো ভক্তবৃন্দকে কাঁদিয়ে আজ সকালে নশ্বর এ দুনিয়া ছেড়ে চলে যান।

-কেএল


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ