বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

বিয়ে না করে একাকী থাকতে চাইলে কি গুনাহ হবে? কী বলে দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজকের ফতোয়া ডেস্ক: বিয়ে জীবনের অন্যতম অনুষঙ্গ। বিয়ের মাধ্যমে জীবনের পূর্ণতা পেয়ে থাকে বলে থাকেন অনেকে। শত ব্যস্ততা আর অশান্তির মাঝে স্বস্তি মেলে পরিবারের সদস্যদের এক চিলতে বাঁকা ঠোঁটের হাসি দেখে।

হাদিসেও বলা হয়েছে, বান্দা যখন বিবাহ করে, তখন সে তার অর্ধেক ঈমান (দ্বীন) পূর্ণ করে। অতএব বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।

বিয়ে করেননি এমন মানুষের সংখ্যাও নজরে পড়ে কখনো কখনো সমাজে। বিয়ে না করে একাই থাকবো, একাকী নিজের জীবনকে উপভোগ করব- এমন কথা বলতেও শোনা যায় বর্তমান অনেককে। সাম্প্রতিক সময়ে এ জাতীয় কথা যেন কিছুটা ফ্যাশন হিসেবেও জনপ্রিয়তা পেতে শুরু করেছে- শরীয়তের দৃষ্টিকোণে  এমন চিন্তা-ভাবনার অবস্থান কি?  এ বিষয়ে দেওবন্দের অনলাইন ফতোয়া সাইটে এক ব্যক্তি জানতে চেয়ে প্রশ্ন করেছেন, যদি কেউ বিয়ে না করে একাই থাকতে চান তাহলে কি তার গুনাহ হবে?

প্রশ্নকারীর জবাবে দেওবন্দের ফতোয়া সাইটে উত্তর দেওয়া হয়েছে, হাদীস শরীফ-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, বিয়ে আমার সুন্নত-এর অন্তর্ভুক্ত, যে আমার সুন্নত থেকে বিমুখ থাকলো, সে আমার তরিকার উপরে থাকলো না।

এই হাদিসকে উদ্ধৃত করে দেওবন্দের ফতোয়া সাইটে বলা হয়েছে, হাদিসের মাধ্যমে বুঝা গেল, বিয়ে করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নত অনুসরণের অন্তর্ভুক্ত, আর বিয়ে না করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নত ছাড়ার গুনাহ হবে।

দেওবন্দের ফতোয়া সাইট থেকে অনুবাদ: নুরুদ্দীন তাসলিম।

এটি/এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ