বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

শো-রুম উদ্বোধন করল ‘ইসলামিক আইটেম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার গুলিস্তানে শোরুম উদ্বোধন করেছে দেশের একমাত্র ইসলামিক অনলাইন মার্কেটপ্লেস ‘ইসলামিক আইটেম’।

আজ সোমবার ( ২ঁ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানী ঢাকার গুলিস্তানের ( ৪র্থ তলা- দক্ষিণ পাশে-দোকান নং১২৫/১২৬) এ শোরুম উদ্বোধন হয়।

বিগশপ ইসলামিক আইটেমের এ শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থাপক ও আবৃত্তিশিল্পী শাহ ইফতেখার তারিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের যুগ্ন নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন সিএসই, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহাদত হােসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, বর্তমানে অনেকেই ব্যবসাকে দ্বীনি খেদমত মনে করেন না, অথচ সাহাবায়ে কেরাম ও তাবেঈনরা ব্যবসা করেছেন। ব্যবসার মাধ্যমেও দ্বীনের খেদমত হয়, তাই এ কাজে আলেমদের এগিয়ে আসতে হবে, বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ শাহাদত হােসেন বলেন, ইসলামিক পণ্য পেতে আমাদের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে হয়। তার পরেও সহজেই পাওয়া যায় না, অনলাইন প্ল্যাটফর্ম-এর মাধ্যমে ইসলামিক পণ্যগুলো আমরা সহজেই মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এবং এর মাধ্যমে আলেমদের নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করি।

দোয়ার মাধ্যমে শোরুম উদ্বোধনী অনুষ্ঠন শেষ হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ