সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

আদর্শ নারীর যে তিনটি গুণাবলী থাকা দরকার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাকসুদুর রহমান সাইমন রশীদি।।।

একজন নারীর বৈশিষ্ট্য কেমন হবে। সংসার জীবনে স্বামী-সন্তানের জন্য তার কাজ গুলো যদি উত্তম হয় তবেই সে দুনিয়াতে স্বর্গীয় জীবন ভোগ করতে পারবে। সমাজ পাবে আদর্শ প্রজন্ম আর আখেরাতের জীবনে থাকবে তার জন্য মুক্তি ও চিরকালীন সুখ -শান্তি। ১. পর্দাশীল ও লজ্জাশীল হওয়া।

আল্লাহ তায়ালা প্রত্যেক নারী -পুরুষের উপর পর্দা ফরজ করেছেন। তাই পর্দা পালন করা প্রত্যেক নারী -পুরুষ এর জন্য একান্ত আবশ্যক।
পর্দার মাধ্যমেই মানুষের মাঝে লজ্জা জন্মায়।পর্দা ও লজ্জাই একজন পর্দাশীল নারিকে যে কারো সাথে অবাধ মিলামিশা, চলাফেরা থেকে হেফাজত করে।

নবীজি বলেছেন, আল- হায়া শুবাতুম মিনাল ইমান অর্থাৎ লজ্জা হলো ঈমানের অঙ্গ। ২.সত্যবাদি হওয়া। সত্যবাদিতা মানবজীবনের শ্রেষ্ঠ গুণের ১ টি গুণ।

যার মাঝে যত বেশি সত্যবাদীতা রয়েছে তার মাঝে ততবেশি ঈমানদারিতা রয়েছে। নারী যদি সত্যবাদী হয় পরিবারের সবাই সত্য বলতে শিখে।
আর নবীজি বলেছেন, সত্য মানুষ কে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধংস করে। ৩. ধৈর্যশীল হওয়া

ধৈর্য উত্তম গুণ। পরিবারিক জীবনে ধৈর্যশীল নারীর বিকল্প নেই। আদর্শ পরিবার গঠনে ধৈর্যশীলতার বিকল্প নেই। আর এ ধৈর্যেশীলতা আল্লাহর একটি গুণ। আল্লাহ তায়ালা তায়ালা বলেন।

ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ