শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব

সিলেটের জামিয়া রামধা’র ইসলামী সম্মেলন; আসবেন নবী বংশের ২ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের প্রাচীনতম দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দ্বীনিয়া আসআদুল উলূম রামধা’য় ৩২ শালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৪, ১৫ জানুয়ারি (শুক্র, শনিবার) মহাসম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এতে প্রধান মেহমান হিসেবে থাকবেন- আওলাদে রাসুল, সদরুল মুদাররিসিন দেওবন্দ, আল্লামা সায়্যিদ আরশাদ আল মাদানী ভারত, আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ আসজাদ আল মাদানী, ভারত।

এতে সভাপতিত্ব করবেন- শায়েখ মাওলানা জিয়া উদ্দীন সদরে এদারা, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী (দরগা), মুফতি আউলিয়া হুসাইন, মাওলানা সাজিদুর রহমান (বি. বাড়ীয়া), মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস (লক্ষীপুর), মাওলানা মুহিউল হক বুরহান (রেঙ্গা), মাওলানা আব্দুল হাই উমরপুরী (গহরপুর), মাওলানা রুহুল আমিন (গহরডাঙ্গা), মাওলানা মুহসিন আহমদ (কৌড়িয়া), মাওলানা আব্দুল আহাদ (আমেরিকা)।

বিশেষ মেহমান হিসেবে থাকবেন- মক্কা শরীফের ইমাম ড.উমর আব্দুল হাফিজ মক্কি (সৌদি আরব)। শায়েখ বিলাল বাওয়া (লন্ডন), মুফতি আব্দুল মান্নান (করাচি, পাকিস্তান)।

আরও আলোচনা করবেন- মাওলানা নুরুল ইসলাম খান (সুনামগঞ্জ), মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা সালিম নওয়াব লন্ডন, মাওলানা রশিদুর রহমান বরুনা, মাওলানা মাহফুজ আহমদ রাহমানিয়া আজিজিয়া ঢাকা, মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমী বারিধারা, ড. মুশতাক আহমদ ঢাকা, ড. নুরুল আবসার আল আজহারী হাটহাজারী চট্টগ্রাম, মাওলানা আহমদ আলী খলিরহাট, মাওলানা খুরশেদ আলম কাসেমী ঢাকা, মাওলানা মুফতি মুজিবুর রহমান আঙ্গুরা, মাওলানা মুশতাকুন্নবী কাসেমী কুমিল্লা, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ঢাকা, মাওলানা উবায়দুল্লাহ হামযা পটিয়া, মাওলানা হাসান জামিল ঢাকা, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা, মাওলানা উবায়দুর রহমান খান নদবী, মাওলানা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জ, মাওলানা নাসিরুদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ, মাওলানা রাফি বিন মুনির ঢাকা, মাওলানা তাফাজ্জুল হক আজীজ সুনামগঞ্জ, মাওলানা মাহফুজ আহমদ লন্ডন, মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জ।

এছাড়াও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। এতে আপনাদের আমন্ত্রণ ও দোয়া কামনা করি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ