শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

আ’লীগ প্রার্থীকে হারিয়ে ইসলামী ঐক্যাজোটের কারাবন্দী নেতা চেয়ারম্যান নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইসলামী ঐক্যাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বর্তমানে তিনি হেফাজতে ইসলামের ভাঙচুর ও অগ্নিসংযোগের ১৪ মামলায় কারাগারে রয়েছেন।

জানা যায়, তিনি সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান পদে চশমা প্রতীকে নির্বাচন করেন। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১৪৮৯ ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে তিনি বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হোন। তিনি পেয়েছেন ৩৯৬১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম পেয়েছেন ২৪৭২ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং ১২টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এদিকে জেলা কারাগার সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের পৃথক ১৪টি মামলার আসামি হয়ে গত বছরের ২২ জুন থেকে তিনি কারাগারে আছেন তিনি। তবে ইতোমধ্যে ১৩টি মামলায় জামিন হয়েছে তার। একটি মামলায় এখনো জামিন না হওয়ায় কারামুক্ত হতে পারেননি তিনি। এর ফলে কারাগারে বসেই তিনি ভোটে লড়েন। তার পক্ষে পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ঐক্যজোটের যুগ্ম সম্পাদক মুফতি এনামুল হাসান সংবাদমাধ্যমকে জানান, পরিবারের সদস্যদের পাশাপাশি ইসলামী ঐক্যজোট এবং ছাত্র খেলাফতের স্থানীয় নেতৃবৃন্দ মনিরুলের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি এলাকায় তুমুল জনপ্রিয়। সেজন্যই তিনি কারাগারে থেকেও নির্বাচনে বিজয়ী হয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ