শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

বইমেলা এবং বইকেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাজী একরাম।।

চলছে অমর একুশে বইমেলা। বইমেলা মানে যেখানে নামকরা শত-শত প্রকাশনা প্রতিষ্ঠান অজস্র বই নিয়ে একত্রিত হয়, যে বইগুলির জন্য হয়তো দূর-দূরান্ত যাতায়াতের প্রয়োজন ছিল, সেগুলি এই মৌসুমে এক জায়গায় অনায়াসেই পাওয়া যায়।

এ ক্ষেত্রে ভালো বইও অপেক্ষাকৃত সস্তায় পাওয়া যায়। তবে এও বাস্তব যে, স্থান ভাড়া, কর্মচারীর বেতন এবং অন্যান্য ব্যয়ের কারণে অন্য সময়ের চেয়ে বইয়ের দাম কিছুটা বাড়াতে বাধ্য হন প্রকাশকরা।

এটা স্বাভাবিক এবং তাই ন্যায্য মূল্য ও সাধ্যের ভেতর মনে হলে বইটি কিনে নিন। বইমেলায় অবশ্যই আপনার প্রয়োজন ও রুচিবোধের দিকে লক্ষ্য রাখবেন, হুজুগে পড়ে বা পরের দেখাদেখিতে বই কিনতে নেই।

প্রতিটি বিষয়ে কিছু বই গুরুত্বপূর্ণ, যেগুলোকে রেফারেন্স বই বলা হয়, এই বইগুলি একজন জ্ঞানান্বেষী পাঠকের প্রথম প্রয়োজন, তাই প্রথম পর্যায়ে এই ধরনের বই সংগ্রহ করতে চেষ্টা করুন। কিছু বই এমন আছে যা সংশ্লিষ্ট বিষয়ের ডজন ডজন বই থেকে আপনাকে অমুখাপেক্ষী করে দিতে সক্ষম।

কোনো একটি বই কেনার আগে পণ্ডিত ও বিষয় বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে নেওয়া ভালো। যদি বইটির উপর কোনো বিশেষজ্ঞ পর্যালোচনা (Book review) থাকে, তবে তা পড়ে নিন। ভূমিকা, প্রাককথা, লেখকের কথা ইত্যাদি দেখুন। সূচিপত্র দেখুন, শেষের দিকে নজর বুলিয়ে নিন এবং অতঃপর ভালো লাগলে কিনে নিন।

কেনার জন্য সেসব লেখকদের বইপত্র অগ্রাধিকার দিন, যাদের মধ্যে গবেষণার মেজাজ আছে, বিষয়ে ভালো দখল আছে, অধ্যয়ন এবং কলমের ওপর যাদের দৃঢ় দখলাধিকার রয়েছে। মনে রাখবেন, বই লেখকের চিন্তা ও আদর্শের প্রতিফলন ঘটায়, কাজেই বিশ্বস্ত এবং বিশিষ্ট লেখকদের বই কিনতে ও পড়তে হবে।

আজকাল সাধারণত নতুন বইগুলোর মধ্যে নতুন তথ্যের অভাব হয়। প্রায়শই তথ্যের পুনরাবৃত্তি লক্ষিত হয়। তবুও কিছু বই কিনতে হয়, পুনরাবৃত্তি সত্ত্বেও, বইটির শৈলীর সরলতা, বিন্যাসের উৎকর্ষতা বা অন্যান্য অতিরিক্ত বৈশিষ্ট্যের কারণে।

অতএব, বই কিনুন, বই পড়ুন এবং অন্যকে উপহার দিন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ