বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল ‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আ. লীগের সঙ্গে নয়: টুকু

ইলম চর্চায় দেশের আলেমগণ ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছে: আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল হুদা: ‘ইলমচর্চা ইসলামের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ইলম অর্জনের কোন বয়স নেই; সববয়সে ইলম অর্জন করা যায়। যৌবনকাল ইলম অর্জনের উত্তম সময়। ওমর রাযি বলেছেন, দাড়ি সাদা হওয়ার আগেই ইলম অর্জন করে নাও। কওমি শিক্ষার্থীরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নবীন ও প্রবীণ আলেমগণ হাদিস ও ফিকহ গবেষণায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। ইলমচর্চা ও গবেষণায় ভারত-পাকিস্তানের আলেমদের চেয়েও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের আলেমগণ।’

নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দত্তপাড়া মাদরাসায় বুখারী শরীফের সমাপনী দরসে এসব কথা বলেন বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আলহাইয়াতুল উলয়া লিলজামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, যাত্রাবাড়ি বড় মাদরাসা মোহতামীম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

তিনি বলেন, ধর্মীয় শাখাগত বিষয়ে ইখতিলাফ আগেও ছিলো। এখনো আছে। ভবিষ্যতেও থাকবে। এগুলো সত্বেও সবাইকে নিয়ে চলতে হবে ভালোবাসা দিয়ে। ছোট ছোট মাসয়ালার ইখতিলাফের কারণে অনৈক্য তৈরি করা যাবে না। ঐক্য ধরে রাখতে হবে।

No description available.

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ যাকারিয়া ইসলামি রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ। তিনি বলেন, মুহাদ্দিসগণের দায়িত্ব হাদিস হাদিস সংকলন ও সংরক্ষণ। কোন হাদিস আমলযোগ্য আর কোন হাদিস আমলের অযোগ্য এটি নির্দেশ করার দায়িত্ব ফকিহগণের; মুহাদ্দিসগণের নয়।

দারুল উলুম দত্তপাড়া মাদরাসার হাদিসের সমাপনী দরসে সভাপতিত্ব করেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি, নরসিংদী জেলা কওমি মাদরাসা পরিষদ তানযীমের সভাপতি ও দারুল উলুম দত্তপাড়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা বশির উদ্দিন, নরসিংদী বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আলি আহমাদ হুসাইনি, মুফতি শফিউল্লাহ, মাওলানা নুরুল কবির গাজীপুরি, মাওলানা ওয়াহিদুর রহমান, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ