বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

জাহান্নামীদেরকে জাহান্নামে যেভাবে রাখা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের

হজরত সুওয়ায়দ বিন গাফালা রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ‘যখন আল্লাহ তায়ালা জাহান্নামবাসীদের কথা ভুলে যেতে চাইবেন, তখন তারা একে অপর থেকে নিজেদের দোষমুক্ত দাবি করবে।

একে অপরকে অভিশাপ করবে। তারপর তাদের প্রত্যেককে তার শরীরের গঠন অনুযায়ী একটি আগুনের বাক্সে রাখা হবে। তাদের শরীরের প্রতিটি শিরাতে আগুনের পেরেক থাকবে। তারপর উক্ত বাক্সটিকে আগুনের তালা দ্বারা তালাবদ্ধ করে দেওয়া হবে।

তারপর উক্ত বাক্সকে আগুনের অন্য আরেকটি বাক্সে রাখা হবে। অতপর এটিকেও আগুনের তালা দ্বারা তালাবদ্ধ করে দেওয়া হবে। এবং উভয়টিতে আগুন ভরে দেওয়া হবে।

তারপর উক্ত বাক্সকে আগুনের অন্য আরেকটি বাক্সে রেখে আগুনের তারা দ্বারা এটিকেও তালাবদ্ধ করে দেওয়া হবে। এবং উভয়টিতে আগুন ভরে দেওয়া হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতপর তাদের প্রত্যেকের এমন মনে হবে যে, সে ছাড়া জাহান্নামে আর কোন মানুষ নেই।

তারপর উক্ত বর্ণনার সমর্থনে হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম পবিত্র কুরআনুল কারীমের لَهُمْ مِنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ (তাদের জন্য উপর দিক এবং নীচের দিক থেকে আগুনের মেঘমালা থাকবে। সুরা জুমার: আয়াত—১৬)
এই আয়াতটি তিলাওয়াত করেন’। সুত্র: সিফাতুন নার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ