শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘একটি সফল ইসলামী বিপ্লবের জন্য চাই প্রশিক্ষিত জনগোষ্ঠী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী।।

সিলেট প্রতিনিধি>

সিলেট জেলা ও নগর শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।

সিলেট দলীয় নগর কার্যালয়ে শুক্রবার আব্দুল্লাহ আরাফাতের সভাপতিত্বে ও আরিফুল ইসলাম শামীম এর সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।

দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নূরুল বাশর আজিজী।

তিনি বলেন, একটি সুখী- সমৃদ্ধ, উন্নয়নশীল সোনার বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ও প্রশিক্ষিত আদর্শিক দায়িত্বশীল নেতৃত্ব ও জনশক্তির বিকল্প নেই। প্রশিক্ষিত জনশক্তি ছাড়া বিপ্লব সম্ভব না। আজ স্বাধীনতার অর্ধশত বছরে এসেও এখনো সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হয় নাই৷ সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারক প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীদেরকে এগিয়ে আসতে হবে। জাতির দুর্দিনে শান্তি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সংগঠনের তৃণমূল পর্যায় থেকে প্রতিটি জায়গায় আমাদেরকে একদল প্রশিক্ষিত জনশক্তি তৈরির মাধ্যমে ইসলামী বিপ্লবের পথে এগিয়ে যেতে হবে, তাই একটি সফল ইসলামী বিপ্লবের জন্য চাই একদল প্রশিক্ষিত জনশক্তি, নয়তো প্রশিক্ষিত জনশক্তি ছাড়া ইসলামী বিপ্লব সম্ভব না।

তারবিয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুহাম্মদ মকবুল হোসাইন, সহ-সভাপতি মুহাম্মদ সায়মন শিকদার, মহানগর সাধারণ-সম্পাদক সাব্বির আহমদ তপু,
জেলা সাংগঠনিক সম্পাদক আলবাবুল হক চৌধুরী, মহানগর সাংগঠনিক-সম্পাদক মাহদী হাসান খান, জেলা দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মোর্শেদ আহমদ চৌধুরী, মহানগর তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শেখ সাদী , জেলা প্রকাশনা ও দফতর সম্পাদক: সাফায়াত হুসাইন আসজাদ , বিশ্ববিদ্যালয় সম্পাদক সারওয়ার হুসাইন মারুফ, মহানগর বিশ্ববিদ্যালয় সম্পাদক সাখাওয়াত হোসাইন তারেক, ও মোবারক হুসাইন, আব্বাস আলী,
নোমান আহমদ, আব্দুর রহমান তামিম, আদনান সোহাগ, মক্ববুল হুসাইন মুহিব সহ প্রমূখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ