শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

এবার মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া’য় নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রমজানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া’র হিজরি  ১৪৪৩-৪৪ -শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এবার রমজানের দ্বিতীয় দশকে অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিষয় সামনে রেখে এবার প্রতিষ্ঠানটির মজলিসে ইমতিহান এই সিন্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছে আওয়ার ইসলাম।

এ বিষয়ে প্রকশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দাওরায়ে হাদীস সমাপণকারী তালিবে ইলম ভাইদের খেদমতে মা’যিরাতের সাথে জানানো যাচ্ছে যে, বিভিন্ন ওযরের কারণে মারকাযুদ দাওয়াহ্-এর মজলিসে ইমতিহান এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আগামী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রমযান ১৪৪৩ হি. মাসের দ্বিতীয় দশকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আশা করি, ভর্তিচ্ছু তালিবে ইলম ভাইয়েরা নিম্নে লিখিত তারিখগুলো স্মরণে রাখবেন।

 ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিম্নোক্ত কার্যক্রম অনুসরণ করার অনুরোধ করেছে মাদরাসা কতৃপক্ষ:

১. ফরম সংগ্রহ

সকল বিভাগের ফরম ১১ রমযান ১৪৪৩ হি. সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সংগ্রহ করা যাবে।

২. ভর্তি পরীক্ষার তারিখ

লিখিত পরীক্ষা : সকল বিভাগের লিখিত ইমতিহান ১১ রমযান ১৪৪৩ হি. বাদ যোহর।

মৌখিক পরীক্ষা : ১৩ রমযান থেকে শুরু।

৩. পরীক্ষার বিষয়

আততাখাসসুস ফী উলূমিল হাদীসিশ শরীফ :

লিখিত : ফাতহুল বারী প্রথম খন্ড এবং উমদাতুল কারী প্রথম খন্ড।

মৌখিক :

ক. যে কোনো বিষয়, যে কোনো কিতাব।

খ. উর্দূ।

আততাখাসসুস ফিলফিকহি ওয়াল ইফতা :

লিখিত : ফাতহুল কাদীর (কিতাবুল বুয়ূ থেকে কিতাবুল ইজারার শেষ পর্যন্ত)

মৌখিক :

ক. যে কোনো বিষয়, যে কোনো কিতাব।

খ. উর্দূ।

কিসমুত তাদরীব ফিদ দাওয়াহ ওয়াল ইরশাদ :

লিখিত : সহীহ বুখারী (২য় খন্ড) ও তাফসীরে ইবনে কাছীর [সূরা ফাতিহা থেকে আলে ইমরান (তিন সূরা)]

তাফসীরে কুরতুবী (সূরা আলে ইমরান)।

মৌখিক :

ক. যে কোনো বিষয়, যে কোনো কিতাব।

খ. উর্দূ।

কিসমুদ দিরাসাত লিআকীদাতি খাতমিন নুবুওয়াহ:

লিখিত : সহীহ বুখারী (২য় খন্ড), তাফসীরে ইবনে কাছীর (সূরা আহযাব ও সূরা জাছিয়া), তাফসীরে কুরতুবী

(সূরা আহযাব ও সূরা জাছিয়া)।

মৌখিক :

ক. যে কোনো বিষয়, যে কোনো কিতাব।

খ. উর্দূ।

ভর্তি পরীক্ষার স্থান

সকল বিভাগের ভর্তি পরীক্ষা মারকাযের প্রধান প্রাঙ্গণ হযরতপুরে অনুষ্ঠিত ইনশাআল্লাহ।

সাথে যা আনতে হবে

সকল সনদপত্র ও নম্বরসীটের ফটোকপি
জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধনের ফটোকপি
স্থানীয় জনপ্রতিনিধির (চেয়ারম্যান, কাউন্সিলর প্রমূখ) প্রশংসাপত্র
শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদ
পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।

যাতায়াতের ঠিকানা

মারকাযের প্রধান প্রাঙ্গণ

১. (গাবতলী থেকে সাভারের দিকে যেতে) গেমায়েতপুর নেমে সিএনজিতে বৌনাকান্দি চকের ভেতর মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা।

সিএনজি/গাড়ি নিয়ে সরাসরি মারকাযে আসতে চাইলে কুরাইশনগর পাকা মসজিদের উত্তর পাশ দিয়ে পশ্চিমে এসে মারকাযের দক্ষিণ দিক দিয়ে আসতে হবে।

২. কদমতলী জিঞ্জিরা অথবা বসিলা মোহাম্মাদপুর থেকে কলাতিয়া হয়ে আলীপুর ইটাভাড়া ব্রিজ। ওখান থেকে বৌনাকান্দি চকের ভেতর মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ