শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

কিশোরগঞ্জের বাজিতপুরে মেয়েদের জন্য কেরাত প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুরে মেয়েদের জন্য কেরাত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার ব্যবস্থাপনায় আঞ্জুমানে তালীমুল কুরআন সিলেটের তত্ত্বাবধানে ‘ইলমুল কিরাত প্রশিক্ষণ কোর্স’টি পরিচালিত হবে।

১ রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত কেরাত প্রশিক্ষণ কোর্সটি চলবে। কোর্সে ভর্তি ফি ৭শ’ টাকা। খাবার ফি ১৫শ’ টাকা। তবে রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার ছাত্রীদের শুধু মাদরাসার নির্ধারিত ফি দিতে হবে। বাড়তি কোন ফি নেই।

ইলমুল কিরাত প্রশিক্ষণ কোর্সটি কর্তৃপক্ষ জানিয়েছে, কোর্সে মাখরাজ-সিফাতের সাথে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের উপযোগী করে পড়ে তোলার চেষ্টা করা হবে। এছাড়াও প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের খেদমতের ব্যবস্থা করা হবে। উত্তীর্ণদের আঞ্জুমানে তালীমুল কুরআনের সনদ দেয়া হবে।

আবাসিক থেকে প্রশিক্ষণার্থীদের বিছানা ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনতে বলেছে কোর্স কর্তৃপক্ষ।

রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু নাঈম বলেছেন, ইলমুল কিরাত অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবার উচিত এই কোর্সটি করা। ভালো শিক্ষার্থী তৈরিতে যোগ্য শিক্ষিকার বিকল্প নেই। একজন শিক্ষিকাকে যোগ্য করতে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইলমুল কিরাত প্রশিক্ষণ কোর্সটি ভর্তি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন হাফেজ মাওলানা আবু নাঈম।

বাজিতপুরের মথুরাপুরে অবস্থিত রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসায় ইলমুল কিরাত প্রশিক্ষণ ২৫ দিন ব্যাপী কোর্সটি অনুষ্ঠিত হবে।

ভর্তির জন্য যোগাযোগ- রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু নাঈম, ০১৯১১-৫৫০৫৪৬। রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আজহারুল ইসলাম, ০১৯১৪-৪৭৯২৫৭

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ