শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মসজিদে নববীতে এক দিনে বিতরণ ১৮৩ টন জমজমের পানি কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম চড়া, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা মাদরাসাতুল কুরআনে ‍দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত আগামী সরকার জুলাই আত্মত্যাগকে ধারণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা  ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: এ টি এম আজহার ৩৭ বছরের ইমামকে রাজকীয় বিদায় ইমাম-খতিবদের হয়রানি বন্ধে হেফাজতের ‘বিশেষ সেল’ খোলার আহ্বান এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের জামায়াতের আমির হামযার বক্তব্যের কড়া প্রতিবাদ মুহসীন হল শিক্ষার্থীদের

এ বছরের সাদাকাতুল ফিতর বিষয়ে হাটহাজারী মাদরাসার ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ১৪৪৩ হিজরি সনের জনপ্রতি সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করে ফতোয়া প্রকাশ করেছে এশিয়ার অন্যতম ও প্রাচীন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।

ফতোয়ায় বলা হয়েছে, চলতি বছরের সর্বনিম্ম সাদাকাতুল ফিতর ৭৫ টাকা। সর্বোচ্চ সাদাকাতুল ফিতর ২২০০ টাকা। তবে এটি শুধু চট্টগ্রাম জেলার জন্য প্রযোজ্য। অন্য জেলার বাজার মূল্য অনুযায়ী সাদাকাতুল ফিতর নির্ধারণ হবে বলে জানানো হয়েছে।

ইসলামী শরীয়াহ মতে গম, ভুট্টা, যব, কিসমিস, খেজুর ও পনির এর মধ্যে যেকোনো একটি পন্য দ্বারা ফিতরা প্রদান করা যায়।

ফিতরার পরিমান: খেজুর, কিসমিস, ভুট্টা, পনির ও যবের ক্ষেত্রে এক সা’ (৩ কেজি ২৭০ গ্রাম) বা তার সমপরিমান টাকা। গম বা আটার ক্ষেত্রে আধা সা’ (১ কেজি ৬৩৫ গ্রাম) বা তার সমপরিমান টাকা।

বর্তমান বাজার মূল্য অনুযায়ী, আটা ১ কেজি ৬৩৫ গ্রাম ৭৩ টাকা ৫৭ পয়সা। আদায়ের সুবিধার্থে ৭৫ টাকা। যব ৩ কেজি ২৭০ গ্রাম ১০৪ টাকা ৬৫ পয়সা। আদায়ের সুবিধার্থে ১০৫ টাকা। ভুট্টা ৩ কেজি ২৭০ গ্রাম ২২৮ টাকা ৯০ পয়সা। আদায়ের সুবিধার্থে ২৩০ টাকা। খেজুর ৩ কেজি ২৭০ গ্রাম ৯৮১ টাকা। আদায়ের সুবিধার্থে ৯৮৫ টাকা। কিসমিস ৩ কেজি ২৭০ গ্রাম ১১৪৪ টাকা ৫০ পয়সা। আদায়ের সুবিধার্থে ১১৪৫ টাকা। পনির ৩ কেজি ২৭০ গ্রাম ২১৯৭ টাকা ৪৪ পয়সা। আদায়ের সুবিধার্থে ২২০০ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ