শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া’র মেধা তালিকার শীর্ষে যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া (কওমী মাদরাসা শিক্ষা বাের্ড) বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত ২৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল, ২৪ রমজান) বাের্ডের কেন্দ্রীয় কার্যালয়, জামিয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা) বগুড়ার তানযীম ভবনে এ ফলাফল প্রকাশিত হয়।

এ সময় তানযীমের নাযিমে ইমতিহান মাওলানা আব্দুল হক হক্কানীসহ আরাে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন ১২৪৪৫ জন ছাত্র। পাসের হার ৭৫.৩৬। মোট পাশের সংখ্যা ৯৩৭৯ জন।

জানা গেছে, এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ হয়েছে ১৯৮৮জন, জায়্যিদ জিদ্দান হয়েছে ২৫০৯ জন, জায়্যিদ হয়েছে ২৪৩৮ জন, মাকবুল হয়েছে ২৪৪৪ জন এবং রাসেব হয়েছে ৩০৬৬ জন শিক্ষার্থী।

এ বছর বিভিন্ন স্তরে সর্বমোট ৬১ হাজারের মত ছাত্র কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

মেশকাত জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা, ভাটারা, ঢাকার মো: আসাদুল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৭৪)।

যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন, জামেয়া আজিজিয়া আনওয়ারুল উলুম বাংলাহিলি, দিনাজপুরের মো: আব্দুল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৬৮) । জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ, ঢাকার মো: ইবাদুল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৬৮,)

৩য় দ্বিতীয় স্থান অর্জন করেছেন মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা, ভাটারা, ঢাকার  মো: আবু সাঈম মাহমুদ, (প্রাপ্ত নম্বর ৬৬৫)।

চাহারম জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন জামি‘আ ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদরাসা), বগুড়ার ১ম মো: মাহদী হাসান, (প্রাপ্ত নম্বর ৬৯২)।

দ্বিতীয় স্থান অর্জন করেছেন জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ, ঢাকার ২য় মো: নাইমুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৭৯)।

যৌথভাবে ৩য় স্থান অর্জন করেছেন মাদরাসাতুদাওয়াহ ওয়াল ইরশা তাকওয়া মসজিদ, গংগাচড়া, রংপুরের মো: হা: উমায়ের হাসান, (প্রাপ্ত নম্বর ৬৭৬), জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ, ঢাকার মো: কেফায়েতুল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৭৬) ও মো: আমিনুল ইসলাম (প্রাপ্ত নম্বর ৬৭৬)

শশম জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন জামেয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম খুকনী, এনায়েতপুর, সিরাজগঞ্জ-এর মো: জামিল হাসান, (প্রাপ্ত নম্বর ৬৯১)

দ্বিতীয় স্থান অর্জন করেছেন জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ, ঢাকা মো: সোলাইমান হোসাইন, (প্রাপ্ত নম্বর ৬৮৯)।

৩য় স্থান অর্জন করেছেন মদিনাতুল উলুম মাদরাসা বসুন্ধরা, ভাটারা, ঢাকার  মো: আবু বকর সিদ্দিক, (প্রাপ্ত নম্বর, ৬৮৮)

হাশতম জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন জামিয়া আরাবিয়া নিউটাউন, দিনাজপুরের মো: মিজানুর রহমান, (প্রাপ্ত নম্বর ৬৮৯)।

দ্বিতীয় স্থান অর্জন করেছেন আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম (জুম্মাপাড়া মাদরাসা), রংপুরের মো: মিনহাজুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৮২) ।

৩য় স্থান অর্জন করেছেন মিয়া ইসলামিয়া দারুল উলুম (লুৎফর রহমান) কওমী মারাসা, তালোড়া, দুপচাঁচিয়া, বগুড়ার মো: কাওছার হাবিব, (প্রাপ্ত নম্বর ৬৭৭)।

নহম জামাতে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ-এর মো: রেজাউল করিম,( প্রাপ্ত নম্বর ৬৯৮) ও মো: মামনুন, (প্রাপ্ত নম্বর ৬৯৮)
রহমানিয়া মাদরাসা, বসুন্ধরা এন ব্লক, ঢাকার মো: তামিম ইকবাল, (প্রাপ্ত নম্বর ৬৯৮) ।

দ্বিতীয় স্থান অর্জন করেছেন রহমানিয়া মাদরাসা, বসুন্ধরা এন ব্লক, ঢাকার মো: আনাস ভুঁইয়া, (প্রাপ্ত নম্বর ৬৯৩)।

যৌথভাবে ৩য় স্থান অর্জন করেছেন মদিনাতুল উলুম কাওমিয়া মাদরাসা, থানাঘাট, শাহজাদপুর, সিরাজগঞ্জ-এর  মো: আবরারুল হক, (প্রাপ্ত নম্বর ৬৯২) । আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম (জুম্মাপাড়া মাদরাসা) মো: নূরুল্লাহ (প্রাপ্ত নম্বর ৬৯২) ও  মো: আবু বকর, (প্রাপ্ত নম্বর ৬৯২)।

দহম জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ হোসেনপুর মদিনাতুল উলুম ক্বওমী মাদরাসা মহাদেবপুর নওগাঁর মোস্তাকিম বিল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৯৮) ও  মো: মাহদী হাসান, (প্রাপ্ত নম্বর ৬৯৮) এবং  মো: তাশরীফ আল শাহী, (প্রাপ্ত নম্বর ৬৯৮)।

দ্বিতীয় স্থান অর্জন করেছে জামেয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম খুকনী, এনায়েতপুর, সিরাজগঞ্জ-এর আমীন মীর, (প্রাপ্ত নম্বর ৬৯৬)। মদিনাতুল উলুম কাওমিয়া মাদরাসা, থানাঘাট, শাহজাদপুর, সিরাজগঞ্জ-এর মো: আবু সালমান, (প্রাপ্ত নম্বর ৬৯৬) । হুসাইনিয়া আজিজুল উলুম কওমী মাদরাসা, টেংরাখালী, বেলকুচি, সিরাজগঞ্জ-এর মো: আরিফুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৯৬),

৩য় স্থান অর্জন করেছেন ফুলতলা ারুল উলুম মারাসা, জাহাঙ্গীরাবাদ, শাজাহানপুর, বগুড়ার মো: মুজাহিদুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৯৫)  প্রাপ্ত নম্বর ৬৯৫, জামেয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম খুকনী, এনায়েতপুর, সিরাজগঞ্জ-এর মো: নাফিস ইকবাল, মদিনাতুল উলুম হাফেজিয়া ইসলামিয়া মাদরাসা, মহেশচন্দ্রপুর, সিংড়ার ৩য় মো: মনিরুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৯৫)। আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম (জুম্মাপাড়া মাদরাসা), রংপুরের আব্দুল কাইয়ুম, (প্রাপ্ত নম্বর ৬৯৫)।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ