শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

নতুন ও সীমান্তবর্তী শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে জরুরি নির্দেশনা জারি করল দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

দারুল উলুম দেওবন্দে নতুন শিক্ষার্থীদের ভর্তি  বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে উপমহাদেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

দেওবন্দ মিডিয়ার বরাতে জানা গেছে, আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার দেওবন্দের ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল খালিক মাদ্রাজি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি  নিদের্শনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দারুল উলুম দেওবন্দে ভর্তি পরীক্ষা দিতে আসা নতুন শিক্ষার্থীদের অবশ্যই পূর্বের প্রতিষ্ঠানের সত্যায়নপত্র ও বার্ষিক পরীক্ষার রেজাল্টের মার্কশিট নিয়ে সঙ্গে নিয়ে আসতে হবে। অন্যথায় নতুন শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শিক্ষার্থীদের নিজের ও তার বাবার আধার কার্ড ও মোবাইল নম্বরও সঙ্গে নিয়ে আসা জরুরি।

সীমান্তবর্তী শিক্ষার্থীদের বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত এলাকা (জম্মু-কাশ্মীর, পশ্চিম বাংলা, মনিপুর, ত্রিপুরা, আসাম ও এর আশপাশের) শিক্ষার্থীদের দেশের সত্যায়নপত্রও(এফিডেভিট, Affidavit)  সাথে আনতে হবে। এছাড়া ভর্তির কাজ অসম্পূর্ণ থেকে যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নতুন কোন শিক্ষার্থীর ক্ষেত্রে এই বিষয়গুলোতে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। যেই শিক্ষার্থী উপরোক্ত কাগজগুলো সঙ্গে আনতে পারবে না সে যেন মাদরাসায় আসার চেষ্টা না করে, তাকে ভর্তি নেওয়া হবে না।

সূত্র: দেওবন্দ ইসলামিক মিডিয়া।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ