শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

প্রশ্নফাঁসের অভিযোগে মাউশি কর্মকর্তাসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্নফাঁসের অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ মে) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমা এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালী সরকারি কলেজের প্রভাষক মো. রাশেদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী মো. আহসানুল হাবীব (৪৫) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী মো. নওসাদুল ইসলাম (৩৭)।

শাহাদত হোসেন সুমা বলেন, গত ১৩ মে ইডেন মহিলা কলেজ কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের নিয়োগ পরীক্ষার এমসিকিউ পরীক্ষা চলছিল। এ সময় মো. সুমন জমাদ্দার নামে এক পরীক্ষার্থী প্রবেশপত্রের পেছনে লেখা উত্তর দেখে উত্তরপত্র পূরণ করছিল। ডিউটিরত শিক্ষিকা বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে সুমনকে গ্রেফতার করে।

তিনি বলেন, সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের উভয়ের তথ্যে নওসাদুল ও আহসানুলকে ওয়ারী থানার কে এম দাস লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীসময়ে তাদের দেওয়া তথ্যে বড় মগবাজার এলাকা থেকে রাশেদুলকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৩ মে (শুক্রবার) ৫১৩টি পদে ওই নিয়োগ পরীক্ষায় এক লাখ ৮৩ হাজার শিক্ষার্থী অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ