শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

পটিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক।।

চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার দীর্ঘ ১০ বছরের মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারী রহ. এর জামিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম নিযুক্ত হয়েছেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ। শুরার বৈঠক থেকে পরবর্তীতে আরো তথ্য জানানো হবে।

এর আগে জামিয়ার নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ও মুঈনে মুহতামিম হিসেবে মাওলানা আবু তাহের নদভী।

প্রথিতযশা এ আলেমেদ্বীন আল্লামা আব্দুল হালিম বোখারী রহ.কে জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ‘মাকবারায়ে আজিজ’ নামক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) রাত ১০টায় জামিয়ার প্রধান গেইটে লাশ রেখে জামিয়ার মসজিদ মাঠ, বিভিন্ন ভবন ও হেফজখানার মাঠসহ থম থমে মুসল্লীর উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের ইমামতি করেন জামিয়া পটিয়াে প্রধান মুফতি ও মুহাদ্দিস, ফকিহুদ্দীন আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ।

বিভিন্ন মাদরাসার পরিচালক, শিক্ষক, ছাত্রসহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ তৌহিদী জনতা জানাজায় অংশ নেন।

এ সময় আল্লামা বোখারীর সহকর্মী, ছাত্র, ভক্ত ও অনুসারীসহ জানাজায় আসা অনেকে কান্নায় ভেঙে পড়েন। জানাজা উপলক্ষে এলাকাজুড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ চিকিৎসাধীন কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার (২১জুন) সকাল ১০ টায় মৃত ঘোষণা করেন।

এর আগেও তিনি কয়েক দফা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত রবিবার (১৯জুন) হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মুফতি আব্দুল হালীম বোখারী। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ