বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


পটিয়ার শাইখুল হাদিস মুফতি আহমাদুল্লাহ, শায়খে সানী মুফতি শামসুদ্দীন জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক।।

চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদীস মনোনীত হয়েছেন আল্লামা মুফতি হাফেজ আহমাদুল্লাহ । জামিয়ার শাইখে সানী মনোনীত হয়েছেন আল্লামা মুফতি শামছুদ্দীন জিয়া।

জামিয়ার মজলিসে ইলমির আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

মুফতি হাফেজ আহমাদুল্লাহ বোখারী শরীফের প্রথম ১৫ পারা ও শেষ ৫ পারার সবক প্রদান করবেন।

মুফতি শামছুদ্দীন জিয়া বোখারী শরীফের ১৫ হতে ২৫ (মোট ১০) পারার সবক প্রদান করবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ