রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ: হবিগঞ্জের বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সাথে বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি অজয় চন্দ্র দেব’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুলাই শনিবার রাত ৮ ঘটিকায় বানিয়াচং থানায় আয়োজিত মতবিনিময়ের শুরুতেই তিনি বানিয়াচংয়ের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন।

তিনি বলেন পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক। জাতির বিবেক খ্যাত সাংবাদিকদের তথ্যের ভিত্তিতেই গ্রাম্য দাঙ্গা, চুরি ডাকাতি, সকল প্রকার মাদক ও সন্ত্রাসী কার্যক্রম রোধ করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে কাজ করতে চাই। উল্লেখ্য, গত ২৫ জুলাই সোমবার শায়েস্তাগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বানিয়াচং থানায় যোগদান করেন।

২৭ জুলাই বুধবার রাতে বানিয়াচং থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। শায়েস্তাগঞ্জ থানায় ২২ মাসের ও অধিক সময় সুনামের সাথে দায়িত্ব পালনকালে হত্যা-অপহরণ, মাদকসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেপ্তারে সক্ষম হন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, বলেছেন, সাংবাদিক ও পুলিশ এক হয়ে কাজ করলে দ্রুত সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে। সকলের সহযোগিতায় বানিয়াচং উপজেলা থেকে গ্রাম্যদাঙ্গা, চুরি ডাকাতি, মদ গাঁজা সহ সকল প্রকার অপরাধ নিমূলে তিনি সাংবাদিকদের সহযোগিতা চান ।

অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র সভাপতিত্বে ও এসআই সন্তুষ চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং থানার ওসি তদন্ত কবির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল, সাংবাদিক ইয়াসিন আরাফাত মিল্টন, জীবন আহমদ লিটন, আবদাল মিয়া, শিব্বির আহমদ আরজু, এস এম সাইফুল ইসলাম সেলিম, জহিরুল ইসলাম নাসিম, মখলিছুর রহমান বাচ্চু, ইমতিয়াজ আহমদ লিলু, উমর ফারুক শাবুল, মাওলানা বদরুল আলম আনসারী, আরিফুল রেজা, আব্দুর রউফ আশরাফ, তফসির আহমদ প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ