বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

ভোলায় বিএনপির হরতাল দুপুরের আগেই প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে সকাল-সন্ধ্যা ডাকা হরতাল প্রত্যাহার করে নিয়েছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২টার পরপরই হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।

এর আগে বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রতিবাদ সভায় ভোলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন গোলাম নবী আলমগীর।

হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়ে গোলাম নবী আলমগীর জানান, সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ভোলায় ডাকা সকাল-সন্ধ্যা হরতার দুপুর ১২টার পর থেকে প্রত্যাহার করা হলো।

অবশ্য এর আগে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে শহরের মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ের সামনে ১৫-২০ জন কর্মী একটি ঝটিকা মিছিল বের করে। অন্যদিকে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা বিএনপি কার্যালয়সহ শহরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ভোলায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম। ওই সংঘর্ষের ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

সেই বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভোলা সদর হাসপাতাল এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টায় মারা যান নুরে আলম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ